রাজধানীর বাড্ডায় লিংক রোড এলাকায় বাসের ধাক্কায় বাইসাইকেল চালক আবুল হোসেন (৪৬) নিহত হয়েছেন।
রবিবার (৮ ডিসেম্বর) রাতে ঘটনাটি ঘটে।
সংবাদ পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০ টা ২০ মিনিটের পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক। তিনি বলেন মৃতদেহ টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয় টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
নিহতের মেয়ে সাথী আক্তার বলেন, তার বাবা বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময়ে বাড্ডা লিংক রোড এলাকায় ইউনিক পরিবহনে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
মধ্যবাড্ডা নামাপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন সাক্কু মিয়ার ছেলে আবুল হোসেন।
বিডি প্রতিদিন/নাজমুল