রাজধানীতে দেড় বছর বয়সি শিশুর বাঁ চোখের সমস্যায় ভুলে ডানটিতে অপারেশন করা সেই চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। ধানমন্ডির আই হসপিটালের ওই চিকিৎসকের শাহেদারা বেগম।
বৃহস্পতিবার গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি জানান, চিকিৎসকের ভুলে দেড় বছর বয়সি শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের অভিযোগে ভুক্তভোগীর পরিবার মামলা করেছে। এ মামলার পরিপেক্ষিতে অভিযুক্ত চিকিৎসক ডা. শাহেদারা বেগমকে এলিফ্যান্ট রোডের বাসা থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার বিকালে পরিবারের সদস্যরা দেড় বছরের বাচ্চার চোখের সমস্যা নিয়ে যান ধানমন্ডি আই হসপিটালে। বাম চোখের মধ্যে ময়লা জাতীয় কোনও একটি জিনিসের অস্তিত্ব নিশ্চিত করেন চিকিৎসক। পরে অপারেশনের জন্য এনেসথেসিয়া দিয়ে সব পরীক্ষা-নিরীক্ষা শেষ করে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। কিন্তু অপারেশন থিয়েটার থেকে বের করার পর পরিবারের সদস্যরা দেখতে পান বাম চোখের জায়গায় অপারেশন করা হয়েছে ডান চোখে।
এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিশুর স্বজনরা। তাদের দাবি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এমন ঘটনা যেন আর কারও সঙ্গে না ঘটে।
বিডি প্রতিদিন/একেএ