বরিশালের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছে। আহত হয়েছে বাসের চালকসহ আরো ১০ জন। শুক্রবার ভোররাতে বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন।
নিহত ট্রাক চালক মাহবুব হোসেন (৪৫) সাতক্ষীরা জেলার তালা উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা।
বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে পটুয়াখালীগামী নারায়ণগঞ্জ ট্রাভেলসের যাত্রীবাহি বাসের সাথে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পরে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় দুই যানবাহনের চালকসহ ১০ জন উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এর মধ্যে ট্রাক চালক মাহবুবকে মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওসি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএ