ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ করেছে ছাত্রফ্রন্ট। শুক্রবার ছাত্রফ্রন্টের মহানগর শাখার উদ্যোগে অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
ছাত্রফ্রন্টের মহানগর আহবায়ক সুজন আহমেদ সমাবেশে সভাপতিত্ব করেন। অর্থ সম্পাদক ফারজানা আক্তারের পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ইমাম হোসেন খোকন, সরকারি বরিশাল কলেজ শাখার সংগঠক শিবানী সিকদার, সদস্য তৈয়বুর রহমান জয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই আগস্টেরর গণঅভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা ছিল শিক্ষার্থীদের। যাদের চেতনা ছিল একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ার। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এএ