রাজধানীর মধ্যবাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. জুয়েল খন্দকার (৫০) গুলিবিদ্ধ হয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মধ্যবাড্ডা আলাতুন্নেসা স্কুল গলিতে অজ্ঞাত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে গুলি চালায়। গুলি তার ডান উরুতে বিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মো. জুয়েল খন্দকারকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ রিপন এসব তথ্য জানিয়েছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ বলেন, গুলিবিদ্ধ জুয়েল খন্দকার ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
মো. জুয়েল খন্দকার মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার রবিউল্লাহ খন্দকারের ছেলে।
বিডি প্রতিদিন/জুনাইদ