রাজধানীর বাড্ডা এলাকা থেকে বহু মামলার আসামি দুই চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন- সাগর হোসেন ওরফে বেজি সাগর (২৫) ও রনি বিশ্বাস (২৩)।
এ সময় তাদের কাছ থেকে একটি চাকু ও একটি ছুরি উদ্ধার করা হয়।
শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে বাড্ডা থানাধীন আনন্দনগর ছাব্বিশ কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয় নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে বাড্ডা থানাধীন আনন্দনগর ছাব্বিশ কলোনি আলমগীরের মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় তাদের সঙ্গে থাকা অন্যরা দৌঁড়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, আসামিরা পেশাদার চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী। তারা বাড্ডা এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অবৈধ মাদক বিক্রি ও বহু ছিনতাইয়ের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত সাগর হোসেন ওরফে বেজি সাগরের বিরুদ্ধে বাড্ডা, হাতিরঝিল ও খিলগাঁও থানায় চুরি, ছিনতাই ও মাদকের নয়টি মামলা রয়েছে। অন্যদিকে গ্রেফতারকৃত রনি বিশ্বাসের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকের চারটি মামলা রয়েছে।
আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও তাদের সহযোগী অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/একেএ