আট দফা দাবিতে বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মনিরুজ্জামানকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে ছাত্র নেতারা। রবিবার সকাল ১০টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদসহ ছাত্র নেতারা তাকে হাসপাতালের নিজ কক্ষে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে থানা পুলিশ ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে দাবি আদায়ের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা জানান, গত সাত মাস পূর্বে বরিশালের উত্তর জনপদের এ হাসপাতাল থেকে দালাল সিন্ডিকেট দূরীকরণ, সেবার মান বৃদ্ধিসহ বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের জন্য হাসপাতাল প্রধান ডা. মনিরুজ্জামানের কাছে আট দফা দাবি পেশ করা হয়। কিন্তু এখন পর্যন্ত কোন দাবি বাস্তবায়ন করেননি। সেই দাবি নিয়েই পুনরায় তার কাছে ছাত্র সমাজের নেতৃবৃন্দরা আসেন। দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় ছাত্র নেতৃবৃন্দ তাদের আন্দোলন স্থগিত করেন।
বিডি প্রতিদিন/এএ