সময়ের সাথে সাথে রাজনীতি পরিবর্তন হয় বলে মন্তব্য করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন বলেন, প্রচলিত রাজনীতিকে নাকচ করে আরেকটা নতুন দৃষ্টিভঙ্গি সমানে আসে। এটাই নতুন রাজনীতি। মানুষ কোন মত গ্রহণ করবে সেটা সময় বলে দেয়। তবে সে তা করে রাজনীতি পরিহার করে নয়, রাজনীতির মধ্যে থেকেই। আজ বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, যেমনটা বদলে গেছে সংবাদ পত্র বা সাংবাদিকতার ধরণ। আপনি ইচ্ছা করলেই কোন নেতাকে দেবতা বানাতে পারবেন না, পাঠক বা শ্রোতা তা বুঝেতে পারবে।
মতবিনিময় সভায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বিএনপি নেতা নজরুল ইসলাম খান রাজন, যুগ্ম সম্পাদক রাসেল হোসেন, কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান, সিনিয়র সাংবাদিক সুশান্ত ঘোষ, বিধান সরকার, মো. আলী খান জসিম, অপূর্ব অপু, ফিরোজ মোস্তফা, শাহিন হাফিজ, শাহিন হাসান, মাসুদ রানা, শাওন খান, মুশফিক সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ