রাজধানীর ভাষানটেক এলাকার বি আর বি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে, বেলা ১১টা ৫ মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিআরপি বস্তির আগুন ১১টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ