ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় চলমান সকল উন্নয়নমূলক ও সংস্কার কাজে নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
রবিবার (৪ মে) ডিএনসিসির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও গুণগতমান বিষয়ক এক সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, 'সকল উন্নয়ন ও সংস্কার কাজের ক্ষেত্রে জননিরাপত্তা নিশ্চিত করা বাধ্যতামূলক। চলমান কাজ ঢেকে রাখতে হবে এবং জনদুর্ভোগ ও পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।'
তিনি আরও বলেন, প্রতিটি প্রকল্পস্থলে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম, কাজের শুরুর ও শেষ হওয়ার তারিখ এবং যোগাযোগের ঠিকানা উল্লেখ করে একটি সাইনবোর্ড স্থাপন করতে হবে। কাজের গুণগতমান যাচাইয়ের পরই বিল প্রদান করা হবে বলে জানান তিনি।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, 'কাজ পেতে কিংবা বিল পেতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। কোনো ঠিকাদার বা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা