রাজধানীর শান্তিনগরের বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার নামে একটি শপিং মলে আগুন লেগেছে। সেই ভবনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে।
আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান শিকদার বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে শান্তিনগরের একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। পরে জানা যায়, বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে আগুনের ঘটনা ঘটেছে। ভবনটি বহুতল, নিচতলায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ক্যাপিটাল সিরাজ সেন্টারের নিচতলায় আগুন লেগেছে।
গত বছরের ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডে কাচ্চি ভাই নামে একটি রেস্টুরেন্টে আগুনে নারী-পুরুষ-শিশুসহ ৪৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ