বিআইএসডিএইচএ ফাউন্ডেশনের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ফাউন্ডেশনের সাধারণ ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
সভায় প্রতিষ্ঠানের সিইও মীরা মিত্র ফাউন্ডেশনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। তিনি ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেন ।
উল্লেখ্য, বিআইএসডিএইচএ ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। ২০২১ সালের জুন মাস থেকে এর পথচলা শুরু। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী- বিশেষ করে যুব ও মহিলাদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। বর্তমানে এই প্রতিষ্ঠানটি রেজিস্টার জয়েন্ট স্টক কোম্পানির নিবন্ধিত এবং ফাউন্ডেশনটির অধীনে তিনটি প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করে।
বিডি-প্রতিদিন/শআ