নটরডেম কলেজের ভবন থেকে পড়ে ধ্রুব ব্রুতদাস (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কলেজের ভেতরে এ ঘটনাটি ঘটে।
ব্রুতদাস আসন্ন এইচএসসি পরিক্ষার্থী ছিলেন। নটরডেম কলেজ থেকে আজ তার প্রবেশপত্র দেওয়ার কথা ছিল।
নিহতের বাবা বানি দ্রুতদাস জানান, আমি বাইরে সন্তানের জন্য অপেক্ষায় ছিলাম। কিছুক্ষণ পর দরজা খুলে দেন, তখন দেখি, বেশ কিছু সংখ্যক ছেলেরা, আমার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে সহপাঠীরা তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে বিকাল সোয়া চারটায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের বানি দ্রুতদাসের ছেলে ধ্রুব দ্রুতদাস। দুই ছেলের মধ্যে সে ছিল বড়। বর্তমানে গুপিবাগ এলাকায় পরিবারের সাথে থাকতো।
ওই কলেজের শিক্ষার্থী নাফিজ মাদাদ রহমান বলেন, আমরা হঠাৎ একটি শব্দ পাই। বাইরে গিয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। পরে আমরা উদ্ধার করে নিয়ে আসি। তাদের ধারণা হয়তো ভবনের বারান্দা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গেছে।
বিডি প্রতিদিন/এমআই