গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হতার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সাংবাদিকরা। মানববন্ধনে তুহিন হত্যায় জড়িতদের দ্রুত ফাঁসির দাবি করেন তারা।
শনিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে উপস্থিত ছিলেন, যুগান্তরের সাংবাদিক আল-আমিন তুষার, নয়াদিগন্তের সাংবাদিক হাসান মাহমুদ রিপন, মানবজমিনের আবুবকর সিদ্দিক, বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলাম, সমকালের শাহাদাত হোসেন রতন, কালবেলার রুবেল মিয়া, খবরের কাগজের ইমরান হোসেন, দেশ রূপান্তরের রবিউল হুসাইন, আমাদের সময়ের মিজানুর রহমান, মোকাররম মামুন ও ডালিম হোসাইনসহ সোনারগাঁ উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তায় সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে যা পুরো বিশ্ব দেখেছে। যে দেশে সাংবাদিকরাই সুরক্ষিত নয় সেখানে সাধারণ জনগণ কিভাবে নিরাপদ জীবনযাপন করবে? আমরা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি ঘটনার সাথে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানাই। একই সঙ্গে তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানাই।