রাজধানীর মগবাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা মো. জামাল হোসেনকে (৪০) গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) গবাজারের পেরাবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতারকৃত জামাল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা। তিনি গত ৫ আগস্টের পর গা ঢাকা দিয়ে ছিলেন।
তিনি আরও জানান, শনিবার খবর পেয়ে মগবাজারের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জামাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ