৩১ আগস্ট, ২০১৯ ২২:০৮

ক্যান্সারে আক্রান্ত মৌসুমী বাঁচতে চায়

অনলাইন প্রতিবেদক

ক্যান্সারে আক্রান্ত মৌসুমী বাঁচতে চায়

মাহমুদা আক্তার মৌসুমী

দুরারোগ্য ব্যাধি কর্ডমা ক্যান্সারে আক্রান্ত ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অনার্স ফাইনালের শিক্ষার্থী মাহমুদা আক্তার মৌসুমী (২৫)।

দিন দিন তার শারীরিক সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। ইতোমধ্যেই তার চিকিৎসায় পাঁচ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। অর্থাভাবে আটকে আছে তার চিকিৎসা।

চিকিৎসকরা জানিয়েছেন, মৌসুমীকে বাঁচাতে হলে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো জরুরি। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩০-৩৫ লাখ টাকা। তাহলেই বেঁচে যেতে পারেন মৌসুমী। কিন্তু দরিদ্র মৌসুমীর পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করা অসম্ভব। তাই স্ত্রীকে বাঁচাতে সরকারসহ বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন স্বামী শফিকুল ইসলাম।

মৌসুমী নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের কৃষক আব্দুল মান্নান ফকিরের মেয়ে ও স্কুল শিক্ষক শফিকুল ইসলাম শফিকের স্ত্রী। তাদের দুই ছেলে, বড় ছেলের বয়স চার বছর ও‌ ছোট ছেলের‌ বয়স দুই মাস।

শফিকের স্ত্রীর সুচিকিৎসার জন্য সাহায্য দিতে সরাসরি যোগাযোগ করতে পারেন এই 01729-957532 নাম্বারে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর