রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

চট্টগ্রামে হেফাজতের আজকের হরতাল স্থগিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা বৃহত্তর চট্টগ্রামে আজকের হরতাল স্থগিত করা হয়েছে। হেফাজত আমির আল্লামা আহমদ শফী বিবৃতিতে বৃহত্তর চট্টগ্রামের হরতাল স্থগিতের এ কথা জানান।

বিবৃতিতে হেফাজত আমির বলেন, 'দেশ ও জাতির সংকটে আমি মনে করছি এখন গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদের কোনো পরিবেশ নেই। হেফাজতের হরতাল কর্মসূচিতে নেতা-কর্মী, সমর্থকসহ তৌহিদি জনতার জানমালের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তাই হরতাল কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।' বিবৃতিতে হেফাজত আমির সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের সংঘাতময় পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে কার্যকর নিরপেক্ষ উদ্যোগ নিয়ে দেশ ও জনগণের নিরাপত্তা প্রতিষ্ঠা করুন। বিরোধী জনমতকে দমন-পীড়নের পথ পরিহার করে তাদের গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ ও কথা বলতে দিন। তাদের দাবি-দাওয়া ও বক্তব্য মনোযোগ দিয়ে শুনুন। কারণ, মতপ্রকাশ ও প্রতিবাদের অধিকারও যখন মানুষ হারিয়ে ফেলে, তখন সংঘাত অনিবার্য হয়ে পড়ে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ বলেন, হেফাজতের শীর্ষ নেতারা শুক্রবার রাতে জরুরি বৈঠকে বসে হরতাল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। হেফাজত পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর