বার্সেলোনার ডিফেন্স লাইনের ফাটল ভালোমতোই বন্ধ করেছেন লুইস এনরিক। স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে কাতালানদের ডিফেন্স লাইন এখনো অক্ষতই রয়েছে। লা লিগায় টানা চার ম্যাচ নিজেদের গোলবারে কোনো বল ঢুকতে দেননি বার্সার ডিফেন্ডাররা। ডিফেন্স লাইনের মতো দায়িত্ব পালন করছে মেসি-নেইমার-পেদ্রোদের নিয়ে সাজানো ফরোয়ার্ড লাইনও। রবিবার লেভেন্তেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছেন এনরিকের শিষ্যরা। লিওনেল মেসি ১টি গোল করা ছাড়াও ২ট গোলে অ্যাসিস্ট করেছেন। তবে লা লিগা ক্যারিয়ারে প্রথমবারের মতো পেনাল্টি মিস করেছেন এই আর্জেন্টাইন জাদুকর। এ জয়ে টানা চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করল বার্সেলোনা। লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছেন কাতালানরা। সমান ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। রবিবার কর্ডোভাকে ৩-১ গোলে হারিয়েছে সেভিয়া। জয় পেয়েছে ভিলারিয়ালও। তারা ৪-২ গোলে হারিয়েছে রেয়ো ভলকানোকে। লা লিগায় চার ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে সাত নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুতেই বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদ! লিওনেল মেসি রবিবারের ম্যাচে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন ভক্তদের। পেনাল্টি শট মিস করলেও মন জয় করেছেন সবার। নেইমারকে দিয়ে দুর্দান্ত ১টি গোল করিয়েছেন মেসি। গোল করিয়েছেন লা মেসিয়া থেকে আগত তরুণ তারকা স্যানড্রো রামিরেজকে দিয়েও। দুর্দান্ত ১টি গোল নিজেও করেছেন মেসি। গোল করেছেন ক্রোয়েশিয়ান রাকিটিচ এবং পেদ্রোও। সব মিলিয়ে বার্সেলোনা অসাধারণ একটি ম্যাচ খেলেছে রবিবার। ম্যাচের পর স্প্যানিশ কোচ লুইস এনরিক মেসির প্রশংসা করে বলেছেন, ‘লিওনেল মেসি সম্পর্কে কথা বলার সময় মনে রাখতে হবে আমরা একজন বিস্ময়কর ফুটবলার সম্পর্কে কথা বলছি। তার সতীর্থরাও জানেন, তার পায়ে বল থাকলে সে কেবল প্রতিপক্ষকে পরাজিতই করে না বরং গোলে অ্যাসিস্টও করে। আজ সে অসাধারণ কিছু গোলে অ্যাসিস্ট করেছে।’ নেইমার ১টি গোল করেছেন ঠিকই, তবে আরও ৩টি গোলের সুযোগ ছিল তার।
শিরোনাম
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
বার্সার দুর্দান্ত জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর