বার্সেলোনার ডিফেন্স লাইনের ফাটল ভালোমতোই বন্ধ করেছেন লুইস এনরিক। স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে কাতালানদের ডিফেন্স লাইন এখনো অক্ষতই রয়েছে। লা লিগায় টানা চার ম্যাচ নিজেদের গোলবারে কোনো বল ঢুকতে দেননি বার্সার ডিফেন্ডাররা। ডিফেন্স লাইনের মতো দায়িত্ব পালন করছে মেসি-নেইমার-পেদ্রোদের নিয়ে সাজানো ফরোয়ার্ড লাইনও। রবিবার লেভেন্তেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছেন এনরিকের শিষ্যরা। লিওনেল মেসি ১টি গোল করা ছাড়াও ২ট গোলে অ্যাসিস্ট করেছেন। তবে লা লিগা ক্যারিয়ারে প্রথমবারের মতো পেনাল্টি মিস করেছেন এই আর্জেন্টাইন জাদুকর। এ জয়ে টানা চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করল বার্সেলোনা। লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছেন কাতালানরা। সমান ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। রবিবার কর্ডোভাকে ৩-১ গোলে হারিয়েছে সেভিয়া। জয় পেয়েছে ভিলারিয়ালও। তারা ৪-২ গোলে হারিয়েছে রেয়ো ভলকানোকে। লা লিগায় চার ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে সাত নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুতেই বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদ! লিওনেল মেসি রবিবারের ম্যাচে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন ভক্তদের। পেনাল্টি শট মিস করলেও মন জয় করেছেন সবার। নেইমারকে দিয়ে দুর্দান্ত ১টি গোল করিয়েছেন মেসি। গোল করিয়েছেন লা মেসিয়া থেকে আগত তরুণ তারকা স্যানড্রো রামিরেজকে দিয়েও। দুর্দান্ত ১টি গোল নিজেও করেছেন মেসি। গোল করেছেন ক্রোয়েশিয়ান রাকিটিচ এবং পেদ্রোও। সব মিলিয়ে বার্সেলোনা অসাধারণ একটি ম্যাচ খেলেছে রবিবার। ম্যাচের পর স্প্যানিশ কোচ লুইস এনরিক মেসির প্রশংসা করে বলেছেন, ‘লিওনেল মেসি সম্পর্কে কথা বলার সময় মনে রাখতে হবে আমরা একজন বিস্ময়কর ফুটবলার সম্পর্কে কথা বলছি। তার সতীর্থরাও জানেন, তার পায়ে বল থাকলে সে কেবল প্রতিপক্ষকে পরাজিতই করে না বরং গোলে অ্যাসিস্টও করে। আজ সে অসাধারণ কিছু গোলে অ্যাসিস্ট করেছে।’ নেইমার ১টি গোল করেছেন ঠিকই, তবে আরও ৩টি গোলের সুযোগ ছিল তার।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
বার্সার দুর্দান্ত জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর