বার্সেলোনার ডিফেন্স লাইনের ফাটল ভালোমতোই বন্ধ করেছেন লুইস এনরিক। স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে কাতালানদের ডিফেন্স লাইন এখনো অক্ষতই রয়েছে। লা লিগায় টানা চার ম্যাচ নিজেদের গোলবারে কোনো বল ঢুকতে দেননি বার্সার ডিফেন্ডাররা। ডিফেন্স লাইনের মতো দায়িত্ব পালন করছে মেসি-নেইমার-পেদ্রোদের নিয়ে সাজানো ফরোয়ার্ড লাইনও। রবিবার লেভেন্তেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছেন এনরিকের শিষ্যরা। লিওনেল মেসি ১টি গোল করা ছাড়াও ২ট গোলে অ্যাসিস্ট করেছেন। তবে লা লিগা ক্যারিয়ারে প্রথমবারের মতো পেনাল্টি মিস করেছেন এই আর্জেন্টাইন জাদুকর। এ জয়ে টানা চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করল বার্সেলোনা। লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছেন কাতালানরা। সমান ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। রবিবার কর্ডোভাকে ৩-১ গোলে হারিয়েছে সেভিয়া। জয় পেয়েছে ভিলারিয়ালও। তারা ৪-২ গোলে হারিয়েছে রেয়ো ভলকানোকে। লা লিগায় চার ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে সাত নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুতেই বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদ! লিওনেল মেসি রবিবারের ম্যাচে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন ভক্তদের। পেনাল্টি শট মিস করলেও মন জয় করেছেন সবার। নেইমারকে দিয়ে দুর্দান্ত ১টি গোল করিয়েছেন মেসি। গোল করিয়েছেন লা মেসিয়া থেকে আগত তরুণ তারকা স্যানড্রো রামিরেজকে দিয়েও। দুর্দান্ত ১টি গোল নিজেও করেছেন মেসি। গোল করেছেন ক্রোয়েশিয়ান রাকিটিচ এবং পেদ্রোও। সব মিলিয়ে বার্সেলোনা অসাধারণ একটি ম্যাচ খেলেছে রবিবার। ম্যাচের পর স্প্যানিশ কোচ লুইস এনরিক মেসির প্রশংসা করে বলেছেন, ‘লিওনেল মেসি সম্পর্কে কথা বলার সময় মনে রাখতে হবে আমরা একজন বিস্ময়কর ফুটবলার সম্পর্কে কথা বলছি। তার সতীর্থরাও জানেন, তার পায়ে বল থাকলে সে কেবল প্রতিপক্ষকে পরাজিতই করে না বরং গোলে অ্যাসিস্টও করে। আজ সে অসাধারণ কিছু গোলে অ্যাসিস্ট করেছে।’ নেইমার ১টি গোল করেছেন ঠিকই, তবে আরও ৩টি গোলের সুযোগ ছিল তার।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল
বার্সার দুর্দান্ত জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর