বার্সেলোনার ডিফেন্স লাইনের ফাটল ভালোমতোই বন্ধ করেছেন লুইস এনরিক। স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে কাতালানদের ডিফেন্স লাইন এখনো অক্ষতই রয়েছে। লা লিগায় টানা চার ম্যাচ নিজেদের গোলবারে কোনো বল ঢুকতে দেননি বার্সার ডিফেন্ডাররা। ডিফেন্স লাইনের মতো দায়িত্ব পালন করছে মেসি-নেইমার-পেদ্রোদের নিয়ে সাজানো ফরোয়ার্ড লাইনও। রবিবার লেভেন্তেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছেন এনরিকের শিষ্যরা। লিওনেল মেসি ১টি গোল করা ছাড়াও ২ট গোলে অ্যাসিস্ট করেছেন। তবে লা লিগা ক্যারিয়ারে প্রথমবারের মতো পেনাল্টি মিস করেছেন এই আর্জেন্টাইন জাদুকর। এ জয়ে টানা চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করল বার্সেলোনা। লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছেন কাতালানরা। সমান ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। রবিবার কর্ডোভাকে ৩-১ গোলে হারিয়েছে সেভিয়া। জয় পেয়েছে ভিলারিয়ালও। তারা ৪-২ গোলে হারিয়েছে রেয়ো ভলকানোকে। লা লিগায় চার ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে সাত নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুতেই বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদ! লিওনেল মেসি রবিবারের ম্যাচে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন ভক্তদের। পেনাল্টি শট মিস করলেও মন জয় করেছেন সবার। নেইমারকে দিয়ে দুর্দান্ত ১টি গোল করিয়েছেন মেসি। গোল করিয়েছেন লা মেসিয়া থেকে আগত তরুণ তারকা স্যানড্রো রামিরেজকে দিয়েও। দুর্দান্ত ১টি গোল নিজেও করেছেন মেসি। গোল করেছেন ক্রোয়েশিয়ান রাকিটিচ এবং পেদ্রোও। সব মিলিয়ে বার্সেলোনা অসাধারণ একটি ম্যাচ খেলেছে রবিবার। ম্যাচের পর স্প্যানিশ কোচ লুইস এনরিক মেসির প্রশংসা করে বলেছেন, ‘লিওনেল মেসি সম্পর্কে কথা বলার সময় মনে রাখতে হবে আমরা একজন বিস্ময়কর ফুটবলার সম্পর্কে কথা বলছি। তার সতীর্থরাও জানেন, তার পায়ে বল থাকলে সে কেবল প্রতিপক্ষকে পরাজিতই করে না বরং গোলে অ্যাসিস্টও করে। আজ সে অসাধারণ কিছু গোলে অ্যাসিস্ট করেছে।’ নেইমার ১টি গোল করেছেন ঠিকই, তবে আরও ৩টি গোলের সুযোগ ছিল তার।
শিরোনাম
- রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ'র সভাপতি
- ২০২৬ সালে ব্যাংক বন্ধ থাকবে ২৮ দিন
- আশরাফুল হত্যা: ফাঁসির দাবিতে উত্তাল গোপালপুর
- ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে যারা পেশি শক্তি দেখাবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে : ইসি সানাউল্লাহ
- মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ১২৩ বিদেশি কর্মী আটক
- দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি বরং উন্নতি হয়েছে : অর্থ উপদেষ্টা
- ‘রায়ের মাধ্যমেই প্রমাণিত হবে ফ্যাসিবাদীরা এ দেশের রাজনীতিতে স্থান পাবে না’
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৯
- মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভাসানী বিশ্ববিদ্যালয়ে সেমিনার
- বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী: খোকন
- খাগড়াছড়িতে ‘পদোন্নতি বঞ্চিত’ প্রভাষকদের কর্মবিরতি শুরু
- কেরানীগঞ্জে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন
- ১২৪ রানের ছোট লক্ষ্য পূরণে ব্যর্থ ভারত, ঘরের মাঠেই লজ্জার হার
- প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন ১৮ নভেম্বর
- বাংলাদেশে চালু হলো অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড
- ধনী দেশগুলো ব্যর্থ প্যারিস চুক্তি বাস্তবায়নে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০৩ মামলা
- রায়ের পর হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন হবে : প্রসিকিউটর
- ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি
বার্সার দুর্দান্ত জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর