বার্সেলোনার ডিফেন্স লাইনের ফাটল ভালোমতোই বন্ধ করেছেন লুইস এনরিক। স্প্যানিশ লা লিগায় চলতি মৌসুমে কাতালানদের ডিফেন্স লাইন এখনো অক্ষতই রয়েছে। লা লিগায় টানা চার ম্যাচ নিজেদের গোলবারে কোনো বল ঢুকতে দেননি বার্সার ডিফেন্ডাররা। ডিফেন্স লাইনের মতো দায়িত্ব পালন করছে মেসি-নেইমার-পেদ্রোদের নিয়ে সাজানো ফরোয়ার্ড লাইনও। রবিবার লেভেন্তেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছেন এনরিকের শিষ্যরা। লিওনেল মেসি ১টি গোল করা ছাড়াও ২ট গোলে অ্যাসিস্ট করেছেন। তবে লা লিগা ক্যারিয়ারে প্রথমবারের মতো পেনাল্টি মিস করেছেন এই আর্জেন্টাইন জাদুকর। এ জয়ে টানা চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট সংগ্রহ করল বার্সেলোনা। লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছেন কাতালানরা। সমান ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। রবিবার কর্ডোভাকে ৩-১ গোলে হারিয়েছে সেভিয়া। জয় পেয়েছে ভিলারিয়ালও। তারা ৪-২ গোলে হারিয়েছে রেয়ো ভলকানোকে। লা লিগায় চার ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে সাত নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুতেই বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদ! লিওনেল মেসি রবিবারের ম্যাচে অসাধারণ ফুটবল উপহার দিয়েছেন ভক্তদের। পেনাল্টি শট মিস করলেও মন জয় করেছেন সবার। নেইমারকে দিয়ে দুর্দান্ত ১টি গোল করিয়েছেন মেসি। গোল করিয়েছেন লা মেসিয়া থেকে আগত তরুণ তারকা স্যানড্রো রামিরেজকে দিয়েও। দুর্দান্ত ১টি গোল নিজেও করেছেন মেসি। গোল করেছেন ক্রোয়েশিয়ান রাকিটিচ এবং পেদ্রোও। সব মিলিয়ে বার্সেলোনা অসাধারণ একটি ম্যাচ খেলেছে রবিবার। ম্যাচের পর স্প্যানিশ কোচ লুইস এনরিক মেসির প্রশংসা করে বলেছেন, ‘লিওনেল মেসি সম্পর্কে কথা বলার সময় মনে রাখতে হবে আমরা একজন বিস্ময়কর ফুটবলার সম্পর্কে কথা বলছি। তার সতীর্থরাও জানেন, তার পায়ে বল থাকলে সে কেবল প্রতিপক্ষকে পরাজিতই করে না বরং গোলে অ্যাসিস্টও করে। আজ সে অসাধারণ কিছু গোলে অ্যাসিস্ট করেছে।’ নেইমার ১টি গোল করেছেন ঠিকই, তবে আরও ৩টি গোলের সুযোগ ছিল তার।
শিরোনাম
- বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর
- বিমানে ‘বোমা থাকার’ ফোনে থামল কাঠমান্ডুগামী ফ্লাইট
- এসএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অসাধারণ সাফল্য
- ফ্যাসিষ্ট হাসিনার মন্ত্রী আব্দুর রহমানের বিচার দাবিতে মানববন্ধন
- বাসের রেষারেষিতে জাবি শিক্ষার্থীর বাবার মৃত্যু, মৌমিতার ১০ বাস আটক
- লুট হওয়া অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
- কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
- রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- শিবচরে সরকারি হাসপাতালে রোগীদের খাবার দিতে বিলম্ব, স্বজনদের ক্ষোভ
- ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
- কারাগারে আবুল বারকাত
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
বার্সার দুর্দান্ত জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর