দলগত ইভেন্টে পুরুষ ক্রিকেটে স্বর্ণ ধরে রাখার সম্ভাবনা থাকলেও ব্যক্তিগত ইভেন্টে শুধু আশা রয়েছে শুটার আবদুল্লাহ হেল বাকিকে ঘিরে। রত্নাকে নিয়ে কিঞ্চিৎ আশা থাকলেও তা কাল শেষ হয়ে গেছে। ১০ মিটার মহিলা এয়ার রাইফেলে তিনি ৫৪ জনের মধ্যে ৩৭তম স্থান দখল করেছেন। পদক না জিতুক পজিশন তার এতটা খারাপ হবে কেউ ভাবতেই পারেননি। এমন হতাশার মাঝেও সবাই আজ চেয়ে থাকবেন বাকির দিকেই। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জেতেন তিনি। দুর্ভাগ্যক্রমে স্বর্ণ মিস হয়ে যায়। যাক কমনওয়েলথ গেমসে দু’বার স্বর্ণ ও অন্য পদক জেতার কৃতিত্ব থাকলেও এশিয়ান গেমসে শুটাররা পুরোপুরি ব্যর্থ। ১৯৭৮ সাল থেকে অংশ নেওয়া এ ইভেন্টে কোনো পদকই আসেনি। তবু এবার বাকিকে ঘিরেই যত আশা। গতকাল রত্নার ইভেন্ট দেখতে এসেছিলেন বাকি। সেখানেই বাংলাদেশের সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। রত্নার পারফরম্যান্স সম্পর্কে বললেন ও যে কেন এমন করল বুঝতে পারছি না। রত্নার ব্যর্থতা বাকির জেদ আরও বেড়ে গেছে। বললেন, জানি দেশবাসী আমার দিকে চেয়ে আছে। দেশকে পদক দিতে চেষ্টার কোনো ত্রুটি রাখব না। জানি না শেষ পর্যন্ত কি করব। একই ইভেন্টে ব্যক্তিগত ও দলগত আরও দুই শুটার নাহেমুজুল ও জসিমুজ্জামান অংশ নেবেন।
এগিকে অ্যারচারিতে আজ বাংলাদেশের প্রতিযোগীরা নামছেন। দেশখ্যাত অ্যারচার ইমদাদুল হক মিলন ছাড়াও রুম্মন সানা, শেখ সজিব, পেনরি মং ও মামুরিপিউ ব্যক্তিগত রিকার্ড ইভেন্টে অংশ নেবেন। বিউটি রায়, শর্মিলা রায় ও রাবেয়া খাতুন মহিলা ইভেন্টে অংশ নেবেন। পদক জেতার সম্ভাবনা না থাকলেও মিলন ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে এই প্রতিশ্রুতি দিয়ে যান অ্যারচারি ফেডারেশনের কর্মকর্তারা। উশুতে রবিবার বাংলাদেশর মহিলা প্রতিযোগী শিরীন সুলতানা হেরে যান। জিমন্যাস্টিকস ইভেন্টে সাইক সিজার রবিবার বাছাই পর্ব অতিক্রম করাতে তার পদক জেতার সম্ভাবনা রয়েছে।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
আশা এখন বাকিকে ঘিরেই
ক্রীড়া প্রতিবেদক, দ. কোরিয়া থেকে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর