দলগত ইভেন্টে পুরুষ ক্রিকেটে স্বর্ণ ধরে রাখার সম্ভাবনা থাকলেও ব্যক্তিগত ইভেন্টে শুধু আশা রয়েছে শুটার আবদুল্লাহ হেল বাকিকে ঘিরে। রত্নাকে নিয়ে কিঞ্চিৎ আশা থাকলেও তা কাল শেষ হয়ে গেছে। ১০ মিটার মহিলা এয়ার রাইফেলে তিনি ৫৪ জনের মধ্যে ৩৭তম স্থান দখল করেছেন। পদক না জিতুক পজিশন তার এতটা খারাপ হবে কেউ ভাবতেই পারেননি। এমন হতাশার মাঝেও সবাই আজ চেয়ে থাকবেন বাকির দিকেই। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জেতেন তিনি। দুর্ভাগ্যক্রমে স্বর্ণ মিস হয়ে যায়। যাক কমনওয়েলথ গেমসে দু’বার স্বর্ণ ও অন্য পদক জেতার কৃতিত্ব থাকলেও এশিয়ান গেমসে শুটাররা পুরোপুরি ব্যর্থ। ১৯৭৮ সাল থেকে অংশ নেওয়া এ ইভেন্টে কোনো পদকই আসেনি। তবু এবার বাকিকে ঘিরেই যত আশা। গতকাল রত্নার ইভেন্ট দেখতে এসেছিলেন বাকি। সেখানেই বাংলাদেশের সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। রত্নার পারফরম্যান্স সম্পর্কে বললেন ও যে কেন এমন করল বুঝতে পারছি না। রত্নার ব্যর্থতা বাকির জেদ আরও বেড়ে গেছে। বললেন, জানি দেশবাসী আমার দিকে চেয়ে আছে। দেশকে পদক দিতে চেষ্টার কোনো ত্রুটি রাখব না। জানি না শেষ পর্যন্ত কি করব। একই ইভেন্টে ব্যক্তিগত ও দলগত আরও দুই শুটার নাহেমুজুল ও জসিমুজ্জামান অংশ নেবেন।
এগিকে অ্যারচারিতে আজ বাংলাদেশের প্রতিযোগীরা নামছেন। দেশখ্যাত অ্যারচার ইমদাদুল হক মিলন ছাড়াও রুম্মন সানা, শেখ সজিব, পেনরি মং ও মামুরিপিউ ব্যক্তিগত রিকার্ড ইভেন্টে অংশ নেবেন। বিউটি রায়, শর্মিলা রায় ও রাবেয়া খাতুন মহিলা ইভেন্টে অংশ নেবেন। পদক জেতার সম্ভাবনা না থাকলেও মিলন ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে এই প্রতিশ্রুতি দিয়ে যান অ্যারচারি ফেডারেশনের কর্মকর্তারা। উশুতে রবিবার বাংলাদেশর মহিলা প্রতিযোগী শিরীন সুলতানা হেরে যান। জিমন্যাস্টিকস ইভেন্টে সাইক সিজার রবিবার বাছাই পর্ব অতিক্রম করাতে তার পদক জেতার সম্ভাবনা রয়েছে।
শিরোনাম
- শনিবার থেকে আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
আশা এখন বাকিকে ঘিরেই
ক্রীড়া প্রতিবেদক, দ. কোরিয়া থেকে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর