বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ধর্মঘট পালনরত ইন্টার্ন চিকিৎসকরা বেপরোয়া হয়ে উঠেছে। গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত হাসপাতালের সবকটি প্রবেশ গেট ও জ্যেষ্ঠ চিকিৎসকদের কক্ষে তালা লাগিয়ে গোটা হাসপাতাল অবরুদ্ধ করে রাখে তারা। রোগীর এক স্বজন বাধা উপেক্ষা করে বাহির থেকে হাসপাতালে প্রবেশ করায় তাকে বেদম মারধর করে। ইন্টার্ন চিকিৎসকদের অরাজকতায় দক্ষিণাঞ্চলের বৃহৎ চিকিৎসা কেন্দ্র শেবাচিম হাসপাতালে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক ঘণ্টা অবরুদ্ধ ছিল রোগী, স্বজন ও দর্শনার্থীরা। এ অবস্থায় আজ বেলা ১১টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে ধর্মঘট স্থগিত করেন ইন্টার্ন চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দেড় শতাধিক ইন্টার্ন চিকিৎসক গতকাল দুপুর ১২টার পরে হাসপাতালের মধ্যে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা হাসপাতালের জরুরি বিভাগসহ সবকটি প্রবেশ গেটে তালা ঝুলিয়ে দেয়। একই সময়ে হাসপাতালের পরিচালকসহ কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসকের কক্ষে তালা ঝুলিয়ে দেয় তারা। ফলে হাসপাতালের রোগী, স্বজন ও দর্শনার্থীরা অবরুদ্ধ হয়ে পড়েন। জরুরি বিভাগের গেটে তালা ঝুলিয়ে দেওয়ায় কয়েকজন মুমূর্ষু রোগী নিয়ে স্বজনদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। এ সময় বাইরে থাকা এক রোগীর স্বজন নগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা মো. বাহাদুর বাধা উপেক্ষা করে প্রধান ফটক (মাঝের গেট) দিয়ে ভিতরে ঢুকলে তাকে মারধর করে ইন্টার্ন চিকিৎসকরা। ফটো সাংবাদিকরা মারধরের ছবি তুলতে গেলে তাদেরও বাধা দেওয়া হয় এবং সাংবাদিক ও সংবাদপত্র সম্পর্কে কটাক্ষ করা হয়। ইন্টার্ন চিকিৎসকদের এসব অসদাচরণ সম্পর্কে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম বলেন, আন্দোলনকারীরা সবগুলো গেটে তালা লাগালে তাদের বুঝিয়ে শান্ত করা হয়। আজ বেলা ১১টায় পুলিশ প্রশাসনের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সভা হবে। এ কারণে বেলা ১১টা পর্যন্ত ধর্মঘট স্থগিত করে ইন্টার্ন চিকিৎসকরা। এক নারী ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ তুলে অভিযুক্তের বিচারের দাবিতে গত শনিবার সকাল ১১টা থেকে অবিরাম কর্মবিরতি শুরু করে ইন্টার্ন চিকিৎকরা। অভিযুক্ত পটুয়াখালীর মীর্জাগঞ্জ থানার এসআই মনোজ কুমারকে গত রবিবার জেলা পুলিশ লাইনে ক্লোজড (প্রত্যাহার) করা হলেও তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এমন দাবিতে আন্দোলন অব্যাহত রাখে তারা।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে