বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ধর্মঘট পালনরত ইন্টার্ন চিকিৎসকরা বেপরোয়া হয়ে উঠেছে। গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত হাসপাতালের সবকটি প্রবেশ গেট ও জ্যেষ্ঠ চিকিৎসকদের কক্ষে তালা লাগিয়ে গোটা হাসপাতাল অবরুদ্ধ করে রাখে তারা। রোগীর এক স্বজন বাধা উপেক্ষা করে বাহির থেকে হাসপাতালে প্রবেশ করায় তাকে বেদম মারধর করে। ইন্টার্ন চিকিৎসকদের অরাজকতায় দক্ষিণাঞ্চলের বৃহৎ চিকিৎসা কেন্দ্র শেবাচিম হাসপাতালে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক ঘণ্টা অবরুদ্ধ ছিল রোগী, স্বজন ও দর্শনার্থীরা। এ অবস্থায় আজ বেলা ১১টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে ধর্মঘট স্থগিত করেন ইন্টার্ন চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দেড় শতাধিক ইন্টার্ন চিকিৎসক গতকাল দুপুর ১২টার পরে হাসপাতালের মধ্যে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা হাসপাতালের জরুরি বিভাগসহ সবকটি প্রবেশ গেটে তালা ঝুলিয়ে দেয়। একই সময়ে হাসপাতালের পরিচালকসহ কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসকের কক্ষে তালা ঝুলিয়ে দেয় তারা। ফলে হাসপাতালের রোগী, স্বজন ও দর্শনার্থীরা অবরুদ্ধ হয়ে পড়েন। জরুরি বিভাগের গেটে তালা ঝুলিয়ে দেওয়ায় কয়েকজন মুমূর্ষু রোগী নিয়ে স্বজনদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। এ সময় বাইরে থাকা এক রোগীর স্বজন নগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা মো. বাহাদুর বাধা উপেক্ষা করে প্রধান ফটক (মাঝের গেট) দিয়ে ভিতরে ঢুকলে তাকে মারধর করে ইন্টার্ন চিকিৎসকরা। ফটো সাংবাদিকরা মারধরের ছবি তুলতে গেলে তাদেরও বাধা দেওয়া হয় এবং সাংবাদিক ও সংবাদপত্র সম্পর্কে কটাক্ষ করা হয়। ইন্টার্ন চিকিৎসকদের এসব অসদাচরণ সম্পর্কে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম বলেন, আন্দোলনকারীরা সবগুলো গেটে তালা লাগালে তাদের বুঝিয়ে শান্ত করা হয়। আজ বেলা ১১টায় পুলিশ প্রশাসনের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সভা হবে। এ কারণে বেলা ১১টা পর্যন্ত ধর্মঘট স্থগিত করে ইন্টার্ন চিকিৎসকরা। এক নারী ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ তুলে অভিযুক্তের বিচারের দাবিতে গত শনিবার সকাল ১১টা থেকে অবিরাম কর্মবিরতি শুরু করে ইন্টার্ন চিকিৎকরা। অভিযুক্ত পটুয়াখালীর মীর্জাগঞ্জ থানার এসআই মনোজ কুমারকে গত রবিবার জেলা পুলিশ লাইনে ক্লোজড (প্রত্যাহার) করা হলেও তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এমন দাবিতে আন্দোলন অব্যাহত রাখে তারা।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
ধর্মঘটের মধ্যেই গেটে তালা রোগীর স্বজনকে মারধর
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর