বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ধর্মঘট পালনরত ইন্টার্ন চিকিৎসকরা বেপরোয়া হয়ে উঠেছে। গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত হাসপাতালের সবকটি প্রবেশ গেট ও জ্যেষ্ঠ চিকিৎসকদের কক্ষে তালা লাগিয়ে গোটা হাসপাতাল অবরুদ্ধ করে রাখে তারা। রোগীর এক স্বজন বাধা উপেক্ষা করে বাহির থেকে হাসপাতালে প্রবেশ করায় তাকে বেদম মারধর করে। ইন্টার্ন চিকিৎসকদের অরাজকতায় দক্ষিণাঞ্চলের বৃহৎ চিকিৎসা কেন্দ্র শেবাচিম হাসপাতালে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক ঘণ্টা অবরুদ্ধ ছিল রোগী, স্বজন ও দর্শনার্থীরা। এ অবস্থায় আজ বেলা ১১টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে ধর্মঘট স্থগিত করেন ইন্টার্ন চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দেড় শতাধিক ইন্টার্ন চিকিৎসক গতকাল দুপুর ১২টার পরে হাসপাতালের মধ্যে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা হাসপাতালের জরুরি বিভাগসহ সবকটি প্রবেশ গেটে তালা ঝুলিয়ে দেয়। একই সময়ে হাসপাতালের পরিচালকসহ কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসকের কক্ষে তালা ঝুলিয়ে দেয় তারা। ফলে হাসপাতালের রোগী, স্বজন ও দর্শনার্থীরা অবরুদ্ধ হয়ে পড়েন। জরুরি বিভাগের গেটে তালা ঝুলিয়ে দেওয়ায় কয়েকজন মুমূর্ষু রোগী নিয়ে স্বজনদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। এ সময় বাইরে থাকা এক রোগীর স্বজন নগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা মো. বাহাদুর বাধা উপেক্ষা করে প্রধান ফটক (মাঝের গেট) দিয়ে ভিতরে ঢুকলে তাকে মারধর করে ইন্টার্ন চিকিৎসকরা। ফটো সাংবাদিকরা মারধরের ছবি তুলতে গেলে তাদেরও বাধা দেওয়া হয় এবং সাংবাদিক ও সংবাদপত্র সম্পর্কে কটাক্ষ করা হয়। ইন্টার্ন চিকিৎসকদের এসব অসদাচরণ সম্পর্কে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম বলেন, আন্দোলনকারীরা সবগুলো গেটে তালা লাগালে তাদের বুঝিয়ে শান্ত করা হয়। আজ বেলা ১১টায় পুলিশ প্রশাসনের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সভা হবে। এ কারণে বেলা ১১টা পর্যন্ত ধর্মঘট স্থগিত করে ইন্টার্ন চিকিৎসকরা। এক নারী ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করার অভিযোগ তুলে অভিযুক্তের বিচারের দাবিতে গত শনিবার সকাল ১১টা থেকে অবিরাম কর্মবিরতি শুরু করে ইন্টার্ন চিকিৎকরা। অভিযুক্ত পটুয়াখালীর মীর্জাগঞ্জ থানার এসআই মনোজ কুমারকে গত রবিবার জেলা পুলিশ লাইনে ক্লোজড (প্রত্যাহার) করা হলেও তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এমন দাবিতে আন্দোলন অব্যাহত রাখে তারা।
শিরোনাম
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ধর্মঘটের মধ্যেই গেটে তালা রোগীর স্বজনকে মারধর
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর