শনিবার, ১৮ জুন, ২০১৬ ০০:০০ টা

পচা পণ্য বিক্রির দায়ে ১৩ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

পচা, বাসি মাছ-মাংস ও বিভিন্ন খাদ্যপণ্য বিক্রির অপরাধে ১৬ ব্যবসায়ীকে মোট ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব। গতকাল র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের নেতৃত্বে হাতিরপুল বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব সূত্র জানায়, হাতিরপুল কাঁচাবাজারে বরফের মধ্যে মাংস রেখে ওজন বাড়িয়ে ও কয়েক দিন আগের বাসি মাংস বিক্রি এবং অতিরিক্ত মূল্যে মুরগি ও মাছ বিক্রি করার দায়ে ১৬ দোকানিকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। যাদের জরিমানা করা হয়েছে— মাংস ব্যবসায়ী মো. শুকুর মিয়াকে ৫ হাজার, বাবুল মিয়াকে ২০ হাজার, ইসমাইল হোসেনকে ১৫ হাজার, বেলাল হোসেনকে ৪ হাজার, আনসারুল ইসলামকে ৪ হাজার, মাসুম মিয়াকে ৫ হাজার, সবুজ মিয়াকে ৫ হাজার ও রাজীব হোসেনকে ১০ হাজার টাকা এবং নবীউর রহমান, তাজুল ইসলাম ও জামাল হোসেনকে ৮ হাজার টাকা করে জরিমানা করে আদালত। এ ছাড়াও ময়লা পানিতে বয়লার মুরগি ড্রেসিং করার অপরাধে দ্বীন মোহাম্মদকে ৪ হাজার, মাহবুব আলমকে ১০ হাজার, আক্তার হোসেন ও ফারুক হোসেনকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘আমরা অভিযান চালিয়ে জরিমানা করি এবং শাস্তি দিই। কিন্তু চলে যাওয়ার পর আবারও একই কাজ যথারীতি চলে। এর জন্য শুধু জরিমানা করে বা শাস্তি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। ’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর