বুধবার, ২০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

পদবঞ্চিত ছাত্রলীগ নেতারা আন্দোলনে, ফটকে তালা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পদবঞ্চিত ছাত্রলীগ নেতারা আন্দোলনে, ফটকে তালা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা সদ্য গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত করার অভিযোগে চট্টগ্রাম-হাটহাজারী সড়ক অবরোধ করে ছাত্রলীগের বঞ্চিত নেতা-কর্মী সমর্থকরা। একই সঙ্গে নেতা-কর্মীদের আরেকটি পক্ষ টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা  ঝুলিয়েছে।  গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। আজ বুধবারও তারা  আন্দোলন  অব্যাহত রাখবে বলে জানিয়েছে। চবি সূত্রে জানা যায়, গতকাল দুপুরে চবির এক নম্বর গেট এলাকায় অবস্থান নেয় পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীরা। পরে তারা চট্টগ্রাম-হাটহাজারী সড়ক অবরোধ করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সরিয়ে দিতে চাইলেও তারা যায়নি। একই সঙ্গে পদবঞ্চিত ও প্রত্যাশা অনুযায়ী পদ না পাওয়া আরেক দল ছাত্রলীগ কর্মী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় পুলিশ তালা খুলে দিলেও পরে আবার তারা মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর