শনিবার, ২৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

‘আলেম ওলামাদের নিয়েই জঙ্গিবাদ নির্মূল করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আলেম ওলামাদের নিয়েই জঙ্গিবাদ নির্মূল করতে হবে।

গতকাল জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি মাওলানা ইসমাইল  হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এমএ করিম, সংগঠনের মহাসচিব মাওলানা মুফতি তাজুল ইসলাম ফারুকী প্রমুখ। হাছান মাহমুদ বলেন, ধর্মের নামে জঙ্গিবাদ আজ বিশ্বে জটিল আকার ধারণ করেছে। পবিত্র ধর্ম ইসলামের গায়ে কালিমা লেপন করা হচ্ছে। আমি দেশের আলেম-ওলামাদের প্রতি অনুরোধ করছি আপনারা খুতবা-বয়ানে জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দিন। তিনি বলেন, দেশব্যাপী যেসব জঙ্গি ধরা পড়েছে তাদের যারা এ পথে এনেছে তারা অতীতে জামায়াত-শিবিরের রাজনীতি করত। পত্রিকায় দেখলাম তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর একটি বক্তব্যের সূত্র ধরে জামায়াত বিবৃতি দিয়েছে। অথচ গুলশান- শোলাকিয়ার ঘটনা নিয়ে দেশের প্রায় সব রাজনৈতিক দল বিবৃতি দিলেও জামায়াত কোনো কথা বলেনি। মো. ইসমাইল হোসাইন বলেন, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল তারাই গুলশান-শোলাকিয়ায় হামলা চালিয়েছে। এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রীয় চেয়ার দখল করা। আর এর সঙ্গে জড়িত জামায়াত-বিএনপি। এ দেশ আরও একবার স্বাধীন হবে, আর সেটা হবে জামায়াত-শিবির মুক্ত বাংলাদেশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর