বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগীর স্বজনরা ওয়ার্ডের সামনে বিক্ষোভ করেছেন। গতকাল সকালে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওই রোগীর নাম সলেমান আলী (৬০)। তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার রাজারপাড়া গ্রামের মৃত লাল চান মণ্ডলের ছেলে। সলেমান আলীর ছোট ভাই আবুল কালাম বলেন, ‘গতকাল রাতে তার ভাই হৃদরোগে আক্রান্ত হন। এরপর ভোর সাড়ে ৪টার দিকে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। ওয়ার্ডের ভিতরে জায়গা না থাকায় তাকে বারান্দায় রাখে। কিন্তু কোনো চিকিৎসকই তার ভাইকে ঠিকমতো দেখছিলেন না। এতে সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।  মারা যাওয়ার পর তাকে অক্সিজেন দেয় সংশ্লিষ্টরা।’

ওই ওয়ার্ডে চিকিৎসাধীন একাধিক রোগীর স্বজনরা জানান, এ ঘটনায় মৃত রোগীর স্বজনরা ওয়ার্ডের সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ওই ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসককে অবরুদ্ধেরও চেষ্টা করা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে লাশ নিয়ে তাদের দ্রুত বাড়ি পাঠিয়ে দেয়। ওই ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক মেডিসিন ইউনিটের প্রধান ও রামেকের সহযোগী অধ্যাপক খলিলুর রহমান বলেন, রোগীর মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর