ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অ্যাম্বুলেন্সের চাপায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় মোট পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটল। গতকাল ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রমজান আলী (৩৫)। তিনি শনিবার সকালে ‘মানব সেবা’ নামে অ্যাম্বুলেন্সের চাপায় গুরুতর আহত হয়েছিলেন। তার বাড়ি রাজধানীর কদমতলীর রায়েরবাগের মেরাজনগরে। ঘটনার দিন তিনি তার স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এসেছিলেন। সূত্র জানায়, ১৫ অক্টোবর ঢামেকের জরুরি বিভাগের গেটে ‘মানব সেবা’ নামে একটি অ্যাম্বুলেন্স (সিলেট ছ ৭১-০০৬৪) দ্রুত বেগে ধাক্কা দিলে সাকিব নামের সাত বছরের এক শিশু ঘটনাস্থলেই মারা যায়। একই সঙ্গে মৃত্যু হয় অজ্ঞাত আরেক ভিক্ষুকের। তার বয়স আনুমানিক ৪৫ বছর। ওই দিন বেলা পৌনে ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাকিবের মা গুলেনুর বেগমের। রাত ৮টার দিকে মৃত্যু হয় আহত গর্ভবতী নারী আমেনা বেগম সূর্যির। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ক্যাজুয়ালটিতে অপারেশনের মাধ্যমে দুর্ঘটনার আঘাতে মারা যাওয়া তার অনাগত মৃত সন্তান বের করেন চিকিৎসকরা। সেদিন থেকেই ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন রমজান। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। প্রত্যক্ষদর্শী ও ঢামেক সূত্র জানায়, সকালে চালক সোহাগ তার সহকারী সোহেলকে চানখাঁরপুল থেকে অ্যাম্বুলেন্সটি ঢামেকের জরুরি বিভাগের সামনে নিয়ে যেতে বলে। পরে সোহেল অ্যাম্বুলেন্সটি দ্রুতগতিতে চালিয়ে জরুরি বিভাগে যাচ্ছিল। এ সময় জরুরি বিভাগের গেটে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ওই দিন এ ঘটনায় আহত হন মৃত আমেনা বেগম সূর্যির ছেলে সজীব, মৃত সাকিবের ছোট ভাই আকাশ, বাচ্চু মিয়া ও রিকশাচালক মাহতাব।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা