রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বঞ্চিত দক্ষিণ পতেঙ্গার মানুষ

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

বঞ্চিত দক্ষিণ পতেঙ্গার মানুষ

মৌলিক নাগরিক সুবিধাবঞ্চিত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের বাসিন্দারা। নেই ওয়াসার পানি ও গ্যাস সরবরাহ। সড়কে খানাখন্দ, স্তূপ হয়ে থাকে আবর্জনা। হাতে গোনা কয়েকটি গভীর নলকূপ রয়েছে; যা প্রয়োজনের তুলনায় নগণ্য। ভোগান্তির মধ্যে বাস করছেন এলাকাবাসী। প্রায় ১৯ বর্গকিলোমিটার আয়তনের দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে ভোটার ৩০ হাজার ৮৬৩ জন।

ওয়ার্ডের বাসিন্দা ইমন বলেন, ‘অনেক নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত। নির্বাচনের সময় প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও পরে ভুলে যান। তবে বর্তমানে এ ওয়ার্ডে কিছুটা কাজ চলছে।’ আরেক বাসিন্দা শহিদুল হক বলেন, ‘পানি নিয়ে প্রতিনিয়ত সমস্যায় থাকি। সকাল থেকেই নেই নেই অবস্থা। গ্যাস সরবরাহ না থাকার সমস্যাও প্রকট।’

সর্বশেষ খবর