সোমবার, ৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সেই কনটেইনারে টিভি সিগারেট মদ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রহস্যে ঘেরা চট্টগ্রাম বন্দরের ছয়টি কনটেইনার থেকে বেরিয়ে এলো এলইডি টেলিভিশন, আমদানি নিষিদ্ধ সিগারেট ও মদ। মিথ্যা ঘোষণায় ক্ষতিকর পণ্য আমদানি সন্দেহে গতকাল সকালে ১২টি কনটেইনারের ৬টি খুলে কায়িক পরীক্ষার পর এসব পণ্য পাওয়া যায়। বাকি ৬টি কনটেইনার আজ খোলা হবে বলে কাস্টমস সূত্রে জানা গেছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান বলেন, ছয়টি কনটেইনারে আমদানি নিষিদ্ধ সিগারেট ও এলইডি টিভি পাওয়া গেছে। একটি কনটেইনারে বিদেশি মদও পাওয়া যায়। সিঅ্যান্ডএফ এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দুটি চালানে ১২টি কনটেইনার চট্টগ্রাম বন্দরে এসেছে। এর মধ্যে ৯টি কনটেইনারে আমদানি নিষিদ্ধ ও ক্ষতিকর পণ্য রয়েছে এমন তথ্য ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর