মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

উন্নয়ন সফল করতে গণসম্পৃক্ততা প্রয়োজন : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

উন্নয়ন সফল করতে গণসম্পৃক্ততা প্রয়োজন : স্পিকার

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়নের সঙ্গে সঙ্গে মানব সম্পদেরও উন্নয়ন সাধিত হয়েছে। মাতৃ মৃত্যুহার হ্রাস, শিশু মৃত্যুহার হ্রাস, মানুষের গড় আয়ু বৃদ্ধি সেটাই প্রমাণ করে। এখন টেকসই উন্নয়ন টার্গেট সফল করতে হলে তৃণমূল পর্যায়ে এ কাজের বিস্তার ঘটানোর পাশাপাশি জনগণকেও ব্যাপকভাবে সম্পৃক্ত  করতে হবে।

সংসদ ভবনের শপথ কক্ষে গতকাল জাতীয় সংসদ ও ইউএনএফপিএর যৌথ উদ্যোগে আয়োজিত জনসংখ্যা ও উন্নয়ন ইস্যুতে সংসদের ক্ষমতায়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর