বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনের আগেই রংপুরে গ্যাস যাবে : নসরুল

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে গিয়ে বিরোধী দলের এমপিরা শিক্ষা খাতে চলমান নৈরাজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন, শিক্ষায় পদে পদে ঘুষবাণিজ্য চলছে। আগে একটি দুটি প্রশ্ন মোবাইলে, ফেসবুকে পাওয়া যেত। এবার বাসভর্তি প্রশ্ন পাওয়া গেল। প্রশ্নফাঁসের পুরো বিষয়টি সরকারে নাগালের বাইরে চলে গেছে বলেও এ সময় অভিযোগ করা হয়। আবার সরকারি দলের এমপিরা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর নির্বাচনের আগেই রংপুরে গ্যাস যাবে।

সংসদের শীতকালীন অধিবেশনে গতকালের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। গতকাল বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। প্রশ্নফাঁসের জন্য গতকাল ৩৬ জন গ্রেফতার হয়েছে। সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, ব্যাংকিং খাতে চলছে নৈতিকতার সংকট। রাজনৈতিক কারণে ব্যাংক ঋণ দিয়ে যাচ্ছে। ব্যাংক ঋণ যারা পাচ্ছে তারা পাওয়ার সঙ্গে সঙ্গে খেলাপি হয়ে যাচ্ছে। ব্যাংক খাতে হরিলুট অর্থ পাচারের ভয়াবহ তথ্য আছে।

সর্বশেষ খবর