বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর এতে অংশীদার হিসেবে অবদান রয়েছে বসুন্ধরা সিমেন্টের এবং দেশব্যাপী এর ডিলার ও ডিস্ট্রিবিউটরদের। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কুড়িল বিশ্ব রোডে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের শতাধিক ডিলার ও ডিস্ট্রিবিউটর অংশ নেন। ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী, উপদেষ্টা আবু তৈয়ব, উপব্যবস্থাপনা পরিচালক (সিমেন্ট খাত) প্রকৌশলী এ কে এম মাহ্বুব-উজ-জামান। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, বসুন্ধরা গ্রুপের সিমেন্ট খাতের যাত্রার সময় শতাধিক প্রতিষ্ঠান সিমেন্ট বাজারজাত করলেও বর্তমানে বসুন্ধরাই বাজারে নেতৃত্ব দিচ্ছে। বাজারে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দেশের মেগা প্রকল্পগুলোতে সিমেন্ট সরবরাহ করছে। এ অগ্রযাত্রায় বসুন্ধরা সিমেন্ট খাতের ডিলার ও ডিস্ট্রিবিউটরদের অবদান রয়েছে। তিনি বলেন, ‘আমরা আরও এগিয়ে যেতে চাই। আশা করি একটি সমৃদ্ধ দেশ গড়তে আপনারা আমাদের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’ ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্ট খাতের সিএফও মো. তোফায়েল হোসেন, সিমেন্ট খাতের বিক্রয় বিভাগের প্রধান খন্দকার কিংশুক হোসেন, জাহাজ খাতের প্রধান (এইচওডি) ক্যাপ্টেন (অব.) নাজমুল হোসেন, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের (বিআইসিএল) মহাব্যবস্থাপক নুরুল আলম সিদ্দিকি, এমসিএমএলের মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) পিজুরুল আলম, বসুন্ধরা সিমেন্টের এজিএম (ব্র্যান্ড) আশিকুর রহমান আশিক, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড ফাংকশন) মো. সাইফুল ইসলাম রুবেলসহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রসঙ্গত, বাংলাদেশে সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে উৎপাদিত হয় বসুন্ধরা সিমেন্ট। গুণগতমান ও বৃহৎ সরবরাহ নেটওয়ার্কের কারণে বসুন্ধরা সিমেন্ট অল্প সময়েই দেশের মানুষের মন জয় করেছে। গুণগতমান ভালো হওয়ায় বাংলাদেশের বড় বড় স্থাপনা নির্মাণে ব্যবহূত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেলসহ সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহূত হচ্ছে এই সিমেন্ট।
শিরোনাম
- কেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন?
- বাংলাদেশের কাছে এমন হারের কারণ জানালেন কিউই অলরাউন্ডার
- স্থায়ীভাবে পুরো গাজা দখলের দিকে এগোচ্ছে ইসরায়েল?
- আইপিএল প্লে-অফে যেতে কার কী সমীকরণ?
- সৌদি, কুয়েত ও জর্ডানে ভয়াবহ ধূলিঝড়
- ইসলামের দৃষ্টিতে শাম অঞ্চলের ভৌগোলিক গুরুত্ব
- আর্সেনাল ম্যাচের আগে পিএসজিকে স্বস্তি দিলেন দেম্বেলে
- তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি শুরু
- শ্রমিকের ৮০০ কোটি টাকা স্বপনের পেটে
- খাদ্য নিরাপত্তায় বিনিয়োগে জোর বাণিজ্য উপদেষ্টার
- স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন
- হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের বার্তা
- ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে সেচ্ছাসেবক নিয়োগ
- সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
- ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
- চসিক মেয়রে সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
- প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগবে
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের
- গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বসুন্ধরা গ্রুপ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
—আহমেদ আকবর সোবহান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর