শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডিবি পরিচয়ে ডাক্তারকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের জকিগঞ্জ থেকে ডিবি পরিচয়ে এক ডাক্তারকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাহফুজুল আলম (৩০) নামের ওই ডাক্তার উপজেলার কসকনকপুর ইউনিয়নের উত্তর কসকনকপুর (ব্রাহ্মণগ্রাম) গ্রামের আবদুল মান্নানের ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

ডা. মাহফুজুল আলমের মামা জকিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন সুহেল জানান, বৃহস্পতিবার দিনের বেলা তিনজন লোক ডিবি পরিচয় দিয়ে স্থানীয় কালিগঞ্জ বাজারে থাকা মাহফুজের কাছ থেকে তার মোবাইল নম্বর নিয়ে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে একটি হাইয়েস মাইক্রোবাস দিয়ে ৬-৭ জন লোক বাড়িতে এসে ডিবি পরিচয় দিয়ে মাহফুজকে তুলে নিয়ে যায়। তিনি বলেন, আমরা ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা মাহফুজকে আটকের বিষয়টি অস্বীকার করেন। মাহফুজুল আলম সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি সম্পন্ন করেন তিনি। বৃহস্পতিবার প্রকাশিত ৩৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মাহফুজ। ব্যক্তিগত জীবনে দুই ছেলে ও দুই মেয়ের জনক তিনি। প্রায় তিন বছর আগে হেলিকপ্টার বানানোর চেষ্টা করে এলাকায় আলোচিত হয়েছিলেন মাহফুজ। এ ব্যাপারে ডিবি পুলিশের কর্মকর্তা মশিউর রহমান জানান, বৃহস্পতিবার জকিগঞ্জে ডিবি পুলিশের কোনো অভিযান হয়নি, কাউকে আটকও করা হয়নি। জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, ডিবি পরিচয়ে ডা. মাহফুজকে তুলে নেওয়া হয়েছে, এমন খবর পেয়ে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিবিসহ সংশ্লিষ্টদের অবহিত করেছি। ডিবি পুলিশ জকিগঞ্জে আসেনি বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর