বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত শিল্পী শাহাবুদ্দিন

সাংস্কৃতিক প্রতিবেদক

জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত শিল্পী শাহাবুদ্দিন

বর্ণাঢ্য আয়োজনে একাডেমির জাতীয় নাট্যশালায় গতকাল শিল্পী শাহাবুদ্দিন আহমেদের ৬৯তম জন্মদিন উদ্যাপন করে শিল্পকলা একাডেমি —বাংলাদেশ প্রতিদিন

বিশ্বের অন্যতম ৫০ জন মাস্টার পেইন্টারের একজন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। তিনি অর্জন করেছেন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’। পেয়েছেন ইউরোপীয় চিত্রকর্মে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ফরাসি সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘নাইট’ উপাধি। গতকাল ফুলেল শুভেচ্ছা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, নাচ, গান, আবৃত্তি ও কথামালায় বর্ণাঢ্য আয়োজনে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের ৬৯তম জন্মদিন উদ্যাপন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও শিল্পী শাহাবুদ্দিন ৬৯তম জন্মদিন উদ্যাপন জাতীয় কমিটি। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার

মূল মিলনায়তনে জন্মজয়ন্তীর এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পী শাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও জন্মদিন উদ্যাপন জাতীয় কমিটির সভাপতি প্রফেসর আবদুল মান্নান। শংসাবচন পাঠ করেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই শাহাবুদ্দিনকে নিয়ে বিখ্যাত ভারতীয় সাংবাদিক অজয় রায় নির্মিত প্রামাণ্যচিত্র ‘কালার অব ফ্রিডম’ প্রদর্শন করা হয়। এরপর বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পী। শিল্পীর পছন্দের গান ও কবিতা দিয়ে সাজানো হয় কথামালার ফাঁকে ফাঁকে পরিবেশিত সাংস্কৃতিক পর্ব। নজরুলের ‘অঞ্জলি লহ মোর সংগীতে’ গানের সঙ্গে একক নৃত্য পরিবেশন করেন র‌্যাচেল এগনেস প্যারিস প্রিয়াংকা।

সর্বশেষ খবর