বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুর্নীতিবাজরা দেশ শাসন করছে

———— মুফতি সৈয়দ ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের রাজনীতিতে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে ওলামায়ে কেরামকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরাম রাজনীতিতে পিছিয়ে থাকার কারণে আজ দুর্নীতিবাজরা দেশ শাসন করছে। ফলে দেশে কর্তৃত্ববাদী শাসন চলছে। গতকাল রাজধানীর বংশালের মাজেদ সরদার কমিউনিটি সেন্টারে ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা-৭ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী আলহাজ আবদুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা বাছির মাহমুদের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন আল্লামা নুরুল হুদা ফয়েজি, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা ইমতিয়াজ আলম, কারী আবুল হোসেন, মুফতি মিনহাজ উদ্দিন, মাওলানা গোলাম রহমান, সুলতান মাহম্মুদ মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা কামাল উদ্দিন। সম্মেলনে লালবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালি থানার শতাধিক মসজিদের ইমাম ও খতিব, মুহতামিম ও মুহাদ্দিসরা বক্তব্য রাখেন।

 সৈয়দ ফয়জুল করীম বলেন, সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দেওয়াটাও ওলামায়ে কেরামের দায়িত্ব। ইসলামী রাজনীতিতে সম্পৃক্ত না হলে, শোষিত-বঞ্চিত মজলুম গণমানুষের পক্ষে ভূমিকা না রাখলে সমাজের নেতৃত্ব কোনো দিনও জালেমের হাত থেকে আলেমদের হাতে আসবে না। সমাজব্যবস্থা আজ ভেঙে পড়েছে। কোথাও শান্তি নেই, নিরাপত্তা নেই। মানুষের মধ্যে চলছে একপ্রকার হাহাকার। তিনি বলেন, ঢাকা-৭ আসনে পরিচিত মুখ, ওলামায়ে কেরামের আস্থাভাজন আলহাজ আবদুর রহমানকে হাতপাখা মার্কায় মনোনীত করা হয়েছে। প্রচলিত শাসনব্যবস্থা মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতেও নারাজ। মানুষের অধিকার বলতে নেই। সর্বক্ষেত্রে জিম্মি জিম্মি অবস্থা। প্রচলিত এ সমাজব্যবস্থার পরিবর্তে একটি ভারসাম্যপূর্ণ সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে ওলামা-মাশায়েখের ভূমিকা অনস্বীকার্য। দেশের ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে অল্প সময়েই ভারসাম্যহীন সমাজব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে গণমানুষের কাঙ্ক্ষিত মুক্তির ঠিকানা ইসলামকে রাষ্ট্রীয়ভাকে প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন, পীর চরমোনাই কখনো বাতিলের সঙ্গে আপস করেননি। মানব রচিত মতাদর্শের লালনকারী কোনো দলের নেতৃত্বে ক্ষমতার জন্য কখনো জোট করেননি। তাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হলো।

সর্বশেষ খবর