বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
চবিতে ১১ জন বহিস্কার

ছাত্রলীগ কর্মীদের বিচার দাবিতে মানববন্ধন

জাবি ও চবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের দুই শিক্ষার্থী ও এক বহিরাগত ফটো সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮-১০ জন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। এদিকে এ ঘটনার প্রতিবাদ এবং ছাত্রলীগ কর্মীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বেলা ১টায় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এদিকে সাংবাদিক ও চার শিক্ষার্থীকে মারধর এবং চুরির ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১১ কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বিকেল পাঁচটায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী তার নির্বাহী ক্ষমতাবলে তাদের বহিষ্কারের আদেশ দেন।

সর্বশেষ খবর