যাত্রীদের নিরাপত্তার বিষয়ে পাঁচ তারকা পেয়ে বিশ্বের সেফটি এয়ারলাইনসের তালিকায় জায়গা করে নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। উন্নত গ্রাহকসেবা ও নিরাপদ উড্ডয়নে আদর্শ প্রতীক হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পতাকাবাহী এই বিমান সংস্থা। এয়ারলাইন রেটিংস ডটকমের ওয়েবসাইট ও বিমান সূত্রে গতকাল এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আকাশপথে কোনো বিমান সংস্থা নির্ভরযোগ্য ও নিরাপদ- সেই রেটিং প্রতি বছর করে থাকে রেটিংস ডটকম। বিমানের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ১৯৭২ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠার পর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস অতি নিরাপদ ও উন্নত যাত্রীসেবার লক্ষ্য স্থির করে ফ্লাইট পরিচালনা করছে। যাত্রী নিরাপত্তাকে সবার আগে বিবেচনা করার কারণে এখন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বিমান সূত্র জানায়, এবার ১২টি পৃথক মানদ- ব্যবহার করে বিশ্বের ৪০৫টি এয়ারলাইনসের তথ্য ব্যাপকভাবে বিশ্লেষণের মাধ্যমে নিরাপদ এয়ারলাইনসের তালিকা তৈরি করেছে সংস্থাটি। সরকারি, বিশ্ব এভিয়েশন গভর্নিং বডি ও এভিয়েশন সংশ্লিষ্ট শীর্ষ সংগঠনগুলোর অডিটের আলোকে এই মানদন্ড নিরূপণ করা হয়। এ ছাড়া প্রতিটি এয়ারলাইনসের উড়োজাহাজের বয়স ও লাভের হারের সঙ্গে দুর্ঘটনায় পড়া ও গুরুতর ঘটনার রেকর্ড ঘেঁটে দেখা হয় এ রেটিংয়ে। আইয়াটা অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) সনদপ্রাপ্ত হওয়ায় তিন তারকা পায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) কালো তালিকাভুক্ত না হওয়ায় পূর্ণ তারকা পেয়েছে বিমান সংস্থাটি। গত ১০ বছরে দুর্ঘটনা এড়াতে পারায় ও কোনো আরোহীর মৃত্যু না হওয়ায় আরেকটি পূর্ণ তারকা পেয়েছে বিমান। তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) অনুমোদন না থাকা ও আইকাওয়ের আটটি নিরাপত্তা প্যারামিটার সম্পন্ন না করায় বিমান দুটি তারকা পায়নি।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
বিশ্বের নিরাপদ এয়ারলাইনসের তালিকায় বাংলাদেশ বিমান
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর