যাত্রীদের নিরাপত্তার বিষয়ে পাঁচ তারকা পেয়ে বিশ্বের সেফটি এয়ারলাইনসের তালিকায় জায়গা করে নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। উন্নত গ্রাহকসেবা ও নিরাপদ উড্ডয়নে আদর্শ প্রতীক হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পতাকাবাহী এই বিমান সংস্থা। এয়ারলাইন রেটিংস ডটকমের ওয়েবসাইট ও বিমান সূত্রে গতকাল এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আকাশপথে কোনো বিমান সংস্থা নির্ভরযোগ্য ও নিরাপদ- সেই রেটিং প্রতি বছর করে থাকে রেটিংস ডটকম। বিমানের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ১৯৭২ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠার পর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস অতি নিরাপদ ও উন্নত যাত্রীসেবার লক্ষ্য স্থির করে ফ্লাইট পরিচালনা করছে। যাত্রী নিরাপত্তাকে সবার আগে বিবেচনা করার কারণে এখন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বিমান সূত্র জানায়, এবার ১২টি পৃথক মানদ- ব্যবহার করে বিশ্বের ৪০৫টি এয়ারলাইনসের তথ্য ব্যাপকভাবে বিশ্লেষণের মাধ্যমে নিরাপদ এয়ারলাইনসের তালিকা তৈরি করেছে সংস্থাটি। সরকারি, বিশ্ব এভিয়েশন গভর্নিং বডি ও এভিয়েশন সংশ্লিষ্ট শীর্ষ সংগঠনগুলোর অডিটের আলোকে এই মানদন্ড নিরূপণ করা হয়। এ ছাড়া প্রতিটি এয়ারলাইনসের উড়োজাহাজের বয়স ও লাভের হারের সঙ্গে দুর্ঘটনায় পড়া ও গুরুতর ঘটনার রেকর্ড ঘেঁটে দেখা হয় এ রেটিংয়ে। আইয়াটা অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) সনদপ্রাপ্ত হওয়ায় তিন তারকা পায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) কালো তালিকাভুক্ত না হওয়ায় পূর্ণ তারকা পেয়েছে বিমান সংস্থাটি। গত ১০ বছরে দুর্ঘটনা এড়াতে পারায় ও কোনো আরোহীর মৃত্যু না হওয়ায় আরেকটি পূর্ণ তারকা পেয়েছে বিমান। তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) অনুমোদন না থাকা ও আইকাওয়ের আটটি নিরাপত্তা প্যারামিটার সম্পন্ন না করায় বিমান দুটি তারকা পায়নি।
শিরোনাম
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার