দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন রংপুরের তিন বিএনপি নেতা। এদের মধ্যে দুজন চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে জেলা বিএনপি বিষয়টি কেন্দ্রে জানিয়েছে। কেন্দ্রের নির্দেশনা মতে ব্যবস্থা নেবে। বিএনপির তিন নেতা হলেন- রংপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গঙ্গাচড়ার সাবেক ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, বদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সায়েদুল ইসলাম, পীরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ ফরহাদ হোসেন অনু। এ ব্যাপারে গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন সুজন জানান, ‘আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করছি। কারণ বিগত উপজেলা নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে হেরেছি। আশা করছি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে গঙ্গাচড়ার জনগণ এবার আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।’ পীরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন অনু জানান, ‘বিএনপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছি।’ অন্যদিকে বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও সদ্য পদত্যাগী বিএনপির সহসভাপতি সায়েদুল ইসলাম জানান, তিনি বিগত ৫ বছর ধরে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জনগণের চাপে বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ ব্যাপারে রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে জানানো হয়েছে। বিষয়টি কেন্দ্র দেখবে।
শিরোনাম
- মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার
- ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
- নারায়ণগঞ্জ শহরে জামায়াতের অবস্থান কর্মসূচি
- সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১৫
- ট্রাইব্যুনালে ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া চলছে
- রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
- হাসিনার মামলার রায় দিতে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে
- মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
- মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন
- লুটের টাকায় ককটেল কিনে আওয়ামী লীগের নাশকতা : রিজভী
- শাকসুর প্রার্থী হতে লাগবে ডোপ টেস্ট
- এজলাসে পৌঁছেছেন প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবী
- পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: পরিবেশ উপদেষ্টা
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি আজ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- মেহেরপুর–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ
- যে কারণে আপিল করতে পারবেন না হাসিনা
- শাহবাগের ছবির হাটে ককটেল বিস্ফোরণ
- শাটডাউন ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ১৫
- হাজার বার ফাঁসি দিলেও হাসিনার জন্য তা কম হবে: স্নিগ্ধ