বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী বিএনপি নেতারা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন রংপুরের তিন বিএনপি নেতা। এদের মধ্যে দুজন চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে জেলা বিএনপি বিষয়টি কেন্দ্রে জানিয়েছে। কেন্দ্রের নির্দেশনা মতে ব্যবস্থা নেবে। বিএনপির তিন নেতা হলেন- রংপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গঙ্গাচড়ার সাবেক ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, বদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সায়েদুল ইসলাম, পীরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ ফরহাদ হোসেন অনু। এ ব্যাপারে গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন সুজন জানান, ‘আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করছি। কারণ বিগত উপজেলা নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে হেরেছি। আশা করছি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে গঙ্গাচড়ার জনগণ এবার আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।’ পীরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন অনু জানান, ‘বিএনপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছি।’ অন্যদিকে বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও সদ্য পদত্যাগী বিএনপির সহসভাপতি সায়েদুল ইসলাম জানান, তিনি বিগত ৫ বছর ধরে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জনগণের চাপে বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ ব্যাপারে রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে জানানো হয়েছে। বিষয়টি কেন্দ্র দেখবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর