দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন রংপুরের তিন বিএনপি নেতা। এদের মধ্যে দুজন চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে জেলা বিএনপি বিষয়টি কেন্দ্রে জানিয়েছে। কেন্দ্রের নির্দেশনা মতে ব্যবস্থা নেবে। বিএনপির তিন নেতা হলেন- রংপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গঙ্গাচড়ার সাবেক ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, বদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সায়েদুল ইসলাম, পীরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ ফরহাদ হোসেন অনু। এ ব্যাপারে গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন সুজন জানান, ‘আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করছি। কারণ বিগত উপজেলা নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে হেরেছি। আশা করছি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে গঙ্গাচড়ার জনগণ এবার আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে।’ পীরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন অনু জানান, ‘বিএনপি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছি।’ অন্যদিকে বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও সদ্য পদত্যাগী বিএনপির সহসভাপতি সায়েদুল ইসলাম জানান, তিনি বিগত ৫ বছর ধরে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জনগণের চাপে বিএনপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ ব্যাপারে রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে জানানো হয়েছে। বিষয়টি কেন্দ্র দেখবে।
শিরোনাম
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী বিএনপি নেতারা
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর