বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

১০ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার দেশে নতুন ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে। আগামী দুই মাসের মধ্যে ৫ হাজার চিকিৎসকের নিয়োগদান সম্পন্ন হবে। এ ছাড়া আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রতিটি বিভাগে একটি করে স্বতন্ত্র ক্যান্সার ও কিডনি হাসপাতাল নির্মাণ করা হবে। গতকাল বিকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জি এম সালেহ উদ্দিন, স্বাস্থ্য সেবা সচিব আসাদুল ইসলাম, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুরশেদ আহমদ চৌধুরী, পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক কাজী মোস্তফা সারোয়ার, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর