রবিবার, ১০ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আনারকলি মার্কেট ও কড়াইল বস্তিতে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেট এবং মহাখালীর কড়াইল বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে আনারকলি মার্কেটের ৪র্থ তলায় হঠাৎ আগুন ধরে যায়। ওই সময় মার্কেট খোলা ছিল। মার্কেটে বেশ ক্রেতাও ছিল। ৪র্থ তলা থেকে ধোঁয়া বের হতে দেখে ক্রেতা-বিক্রেতারা দিগি¦দিক ছুটতে থাকেন। তারা ভবন থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ৭টি ইউনিটের মাধ্যমে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিএডি কাজী নজিমুজ্জামান বলেন, ৪র্থ তলা ভবনের ৪র্থ তলাতেই আগুন লেগেছিল। মূলত স্টোর রুমের গোডাউন থেকে আগুনের সূত্রপাত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে আরও ক্ষতি হতো। আনারকলি মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, আনারকলি মার্কেটের ৪র্থ তলায় পর্দার দোকান, বিছানার চাদরের দোকান, লেপ-তোশকের কাভারের দোকান রয়েছে। সুতা জাতীয় পণ্য থাকায় আগুন দ্রুত ধরে যায়। তবে অন্য ফ্লোরে বা ভবনে আগুন ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের বিপদ থেকে তারা রক্ষা পেয়েছেন।

এর আগে গতকাল সকাল ৭টার দিকে মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ওসি এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগে আগুনের সূত্রপাত হয়। এতে ১৩টি বস্তিঘর পুড়ে গেছে।

সর্বশেষ খবর