বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯ ০০:০০ টা
সমস্যা সমাধানের দাবি

চবিতে হল প্রভোস্ট চার ঘণ্টা অবরুদ্ধ

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. খালেদ মিজবাহুজ্জামানকে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন হলের আবাসিক শিক্ষার্থীরা। এ সময় তারা হলের নানা সমস্যা নিয়ে স্লোগান দেন। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হল প্রভোস্টকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহমেদের আশ্বাসে তারা আন্দোলন থেকে সরে দাঁড়ান। সরেজমিন দেখা যায়, মাস্টারদা সূর্যসেন হলের খাবার পানির বেসিন ভাঙা ও ময়লায় পরিপূর্ণ। নল দিয়ে পড়ছে মরিচাযুক্ত পানি। হলে নেই বাবুর্চি। নেই পর্যাপ্ত চেয়ার-টেবিল। লোকবলও কম। ময়লায় পূর্ণ টয়লেট।

জানা যায়, দীর্ঘদিন ধরে নানান সমস্যায় জর্জরিত বন ও পরিবেশবিদ্যা বিভাগের ছাত্রছাত্রীদের হল মাস্টারদা সূর্যসেন; যেখানে রয়েছে ছাত্র ও ছাত্রী দুটি ভবন। ছাত্রীদের হলে পানির অবস্থা খুবই নাজুক। হলের আবাসিক শিক্ষার্থীরা পাঁচ মাস ধরে হল প্রভোস্টকে সমস্যার কথা জানিয়ে আসছিলেন। কিন্তু এ সময়ে প্রশাসন থেকে কোনো ধরনের আশ্বাস না পাওয়ায় গতকাল সকাল থেকে আন্দোলনে নামেন আবাসিক শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ‘আমাদের সমস্যাগুলো আজকের নয়। দীর্ঘদিন ধরে এ সমস্যাগুলো নিয়ে আমরা প্রভোস্ট স্যারের কাছে যাচ্ছিলাম। কিন্তু তিনি আমাদের কোনো আশ্বাস দিতে পারছেন না। সমাধানও দিচ্ছেন না। তাই আমরা আন্দোলনে নেমেছি। যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।’

মাস্টারদা সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. খালেদ মিসবাহুজ্জামান বলেন, ‘হলটা অনেক পুরনো তাই এখানে নানান সমস্যা। আমরা সমাধানের চেষ্টা করছি। শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের আন্দোলন করছে। আমি চাই এ সমস্যাগুলো দ্রুত সময়ের মধ্যে সমাধান হোক।’

সর্বশেষ খবর