শনিবার, ২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

বাস মালিকদের বাধায় চালানো যায় না বিআরটিসির গাড়ি

গণশুনানিতে কর্মকর্তাদের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাস মালিক সমিতির বাধার কারণে রাস্তায় বিআরটিসির গাড়ি নামানো যায় না বলে অভিযোগ করেছেন সরকারি এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। রাজশাহী বিভাগীয় সড়ক ও জনপথ কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত গণশুনানিতে এ অভিযোগ করেন তারা। বিআরটিসির বগুড়া ম্যানেজার মফিজ উদ্দিন ও পাবনার ম্যানেজার মোশাররফ হোসেন বলেন, ‘বিআরটিসির সরকারি গাড়ি চালাতেও রাজশাহীর বাস মালিক সমিতির অনুমতি লাগে। তারপরেও তাদের বাধায় রাস্তায় গাড়ি নামানো যায় না।’ এ ছাড়াও গণশুনানি চলাকালে রাজশাহীতে সড়ক ও জনপথ বিভাগের কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ নাগরিকরা। পাশাপাশি রাজশাহী ও পাবনায় বিআরটিএতে গাড়ির ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্সের নামে হয়রানিসহ ঘুষ আদায়ের অভিযোগ ওঠে। তাছাড়া রাস্তায় ট্রাকের কাগজ তল্লাশির নামে পুলিশের বাণিজ্য, বৃক্ষরোপণের নামে সরকারি অর্থ লুটপাট, সড়ক ও জনপথ বিভাগের গাড়ি মেরামতের নামে অর্থ তছরুপসহ নানা অভিযোগ উঠে আসে। সেই সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে ভালো কাজ হচ্ছে বলেও বক্তারা অভিমত পোষণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর