রবিবার, ১৯ মে, ২০১৯ ০০:০০ টা

বুদ্ধপূর্ণিমা উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

বুদ্ধপূর্ণিমা উদযাপিত

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে বুদ্ধপূর্ণিমা উদযাপিত হয়েছে। গতকাল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় তিথি অনুযায়ী সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিভিন্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় শুভ বুদ্ধপূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ এবং ৮০ বছর বয়সে পরিনির্বাণ- এই তিনটি ঘটনা এই দিবসে সংঘটিত হয়েছিল। এ উপলক্ষে দেশের বৌদ্ধ বিহারগুলোতে প্রদীপ প্রজ্বালন, বিভিন্ন স্থানে শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও মানবজাতির শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দিবসটি উপলক্ষে গতকাল সকালে রাজধানীর সবুজবাগ, বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে প্রভাত ফেরি ও শান্তি শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ।

এতে অংশ নেন বুদ্ধ ভক্তরা। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে। সারা দেশের মতো রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটেও নানা আয়োজনে দিনটি উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর