রবিবার, ১৬ জুন, ২০১৯ ০০:০০ টা

বাজেটে মধ্যবিত্তের চাপ বাড়ল : ইসলামী ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

এবারের প্রস্তাবিত বাজেটে গরিব ও মধ্যবিত্তের চেয়ে ধনীরা বেশি সুবিধা পেয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। দলের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান ও মহাসচিব মাওলানা এম এ মতিন গতকাল এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন। ফ্রন্টের সহকারী দফতর সচিব মুহাম্মদ আবদুল হাকিম স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, বাজেটে ফ্ল্যাট ও জমি কিনে কালো টাকা সাদা করার সুযোগ, সারচার্জে ছাড়সহ ধনীদের বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে। অন্যদিকে মধ্যবিত্তের জীবনকে করের শৃঙ্খলে বাঁধার ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ থাকলেই টিআইএন         থাকতে হবে। ফলে করযোগ্য আয় না থাকলেও টিআইএন নিতে হবে, যা চরম বৈষম্যমূলক। একই সঙ্গে দৈনন্দিন ভোগ্যপণ্যের আমদানি শুল্ক বৃদ্ধির ফলে অতিরিক্তভাবে বাড়বে পণ্যের দাম। দেশের প্রাণ কৃষকদের জন্য নেই সুখবর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর