মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দ্রুত চলছে রাজশাহীর দুই ফ্লাইওভার নির্মাণ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দ্রুত চলছে রাজশাহীর দুই ফ্লাইওভার নির্মাণ

রাজশাহীতে দ্রুত গতিতে চলছে দুটি ফ্লাইওভার নির্মাণের কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে মেহেরচন্ডি এলাকার ফ্লাইওভারের কাজ ৫০ এবং বুধপাড়া এলাকাটির ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। দুটি মিলে গড়ে ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। এ ছাড়া ফ্লাইওভারে সংযোগ সড়ক হিসেবে রাস্তার কাজ ৭০ শতাংশ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীতে যানজট নিরসনে চার লেনের সড়ক ও দুটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। যা রাজশাহীতে এই প্রথম। বুধপাড়া এলাকায় ফ্লাইওভারের কাজ করছে ডেনকো লিমিটেড। ডেনকোর প্রকল্প প্রকৌশলী মাহবুব আলম বলেন, ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। শুধু ১২টি গার্ডার বাকি আছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করেন তিনি। অন্যদিকে, নির্মাণকারী প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের প্রকৌশলী দেওয়ান মো. মামুন-অর-রশিদ বলেন, আধুনিক যন্ত্রপাতি               আনা হয়েছে। ফ্লাইওভারের ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। রেললাইনের দু’পাশে মোট ১২টি পিলারের মধ্যে সাতটি সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের চেয়ে কয়েক মাস বেশি সময় লাগতে পারে। এ ছাড়া ৭০ শতাংশ রাস্তার কাজ শেষ হয়েছে। শুধু রেললাইনের দক্ষিণ পাশের সংযোগ সড়কের কাজ শেষ করা সম্ভব হয়নি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সপুরার আলিফ-লাম-মিম ভাটা এলাকা থেকে বুধপাড়া ফ্লাইওভার পর্যন্ত সড়ক নির্মাণের কাজ শেষ হয়েছে। এ ছাড়া সড়কটির বেশির ভাগ পিচ ঢালাইয়ের কাজ শেষে হয়েছে। এ ছাড়া মধ্য বুধপাড়া রাস্তা ইটের কার্পেটিংয়ের কাজ শেষ- ফ্লাইওভারের কাছাকাছি পৌঁছেছে।

 

সর্বশেষ খবর