মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

এরিক এরশাদকে হুমকির অভিযোগে থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে (এরিক এরশাদ) ‘তুলে নেওয়ার’ হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল বিকাল ৩টার দিকে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে (নং-৫৫২)। এরিক এরশাদের পক্ষে জিডি করেন হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সচিব অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার।

খালেদ আখতার জানান, কে বা কারা দুই-তিন দিন ধরে এরিক এরশাদের ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে ‘তুলে  নেওয়ার’ হুমকি দিচ্ছে। এ পর্যন্ত তিন-চার বার হুমকি দেয় তারা। এরিকের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। এ কারণে গুলশান থানায় জিডি করা হয়েছে। জিডিতে অভিযোগ করা হয়েছে, ‘আমার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ থাকায় তার ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে কে বা কারা মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করছে।’ গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান জানিয়েছেন, জিডি হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। জাপা সূত্র জানায়, সম্প্রতি এরিক এরশাদ তার বাবাকে দেখতে যান। এ সময় তিনি তার বাবার সুস্থতার জন্য সবার কাছে  দোয়া চান। এর একটি ভিডিও ক্লিপ রাতারাতি জাতীয় পার্টির  নেতা-কর্মীদের কাছে ভাইরাল হয়ে যায়। এতে এরশাদের ছেলে হিসেবে এরিকও দলের নেতা-কর্মীদের সহানুভূতি পাচ্ছেন, এমন আশঙ্কায় তাকে হুমকি দেওয়া হতে পারে।

সর্বশেষ খবর