রাজধানীর হাতিরঝিল থেকে ২৭ লাখ টাকাসহ চাকরিচ্যুত এক এএসআইকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম কবির হোসেন শেখ। গতকাল সকালে হাতিরঝিল মন্দিরের সামনে তল্লাশির সময় পুলিশের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকার থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-৩ এর অতিরিক্ত এসপি (মিডিয়া) এবিএম ফয়জুল ইসলাম জানান, গতকাল সকালে হাতিরঝিলের ১ নম্বর ব্রিজের ওপর চেকপোস্টে সন্দেহভাজন একটি সাদা রঙের প্রাইভেটকার থামানো হয়। চেকপোস্ট চলাকালীন দায়িত্বরত র্যাব সদস্য গাড়ির ড্রাইভিং সিটে বসা ড্রাইভারকে তার পরিচয় জানতে চাইলে সে নিজেকে পুলিশের এএসআই (এসবি) ঢাকায় কর্মরত আছে বলে জানায়। তার কাছে থাকা আইডি কার্ড বের করে দেখায়। তার ব্যবহৃত প্রাইভেটকারে পুলিশ লেখা স্টিকার লাগানো থাকা সত্ত্বেও তার কথাবার্তা সন্দেহজনক বলে মনে হয় র্যাব সদস্যদের কাছে।
তখন পুলিশ সদস্য পরিচয়দানকারী কবিরকে গ্রেফতার করা হয়।
পরে তার গাড়িতে তল্লাশি চালিয়ে ২৭ লাখ ১৯ হাজার ১০০ টাকা, ৭টি পাসপোর্ট, ৬টি সিল ও ৪টি মোবাইল ফোন পাওয়া যায়।
র্যাব কর্মকর্তা আরও জানান, গ্রেফতার হওয়া কবির পুলিশের এএসআই ছিল। পারিবারিক মামলাসংক্রান্ত কারণে গত বছরের আগস্টে সে চাকরিচ্যুত হয়। এরপর সে মামলা মোকদ্দমার দালালি কাজ শুরু করে। সে বিভিন্ন সময় নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে ভুয়া পরিচয়পত্র দেখিয়ে এবং গাড়িতে পুলিশ লেখা স্টিকার ব্যবহার করে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছে। এ ছাড়াও তার গাড়িতে থাকা পাসপোর্ট ও টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কোনো সদুত্তর দিতে পারেনি।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        