রবিবার, ১১ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

হুমায়ুন আজাদের মৃত্যুবার্ষিকী কাল

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন আজাদের মৃত্যুবার্ষিকী কাল

বহুমাত্রিক লেখক অধ্যাপক হুমায়ুন আজাদের ১৫তম মৃত্যুবার্ষিকী আগামীকাল।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমির গ্রন্থমেলা থেকে বাসায় ফেরার পথে একদল সন্ত্রাসী তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। ওই বছরের ৭ আগস্ট একটি গবেষণা বৃত্তি নিয়ে জার্মানি যান। এর পাঁচ দিন পর ১২ আগস্ট মিউনিখের নিজ ফ্ল্যাটে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথাবিরোধী লেখক হিসেবে পরিচিত হুমায়ুন আজাদের জন্ম বিক্রমপুরের        রাঢ়িখালে ১৯৪৭ সালের ২৮ এপ্রিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং সভাপতিও ছিলেন। হুমায়ুন আজাদের প্রকাশিত বই ৬০-এর বেশি। এর মধ্যে আছে বাংলা ভাষা (প্রথম ও দ্বিতীয় খ ), অলৌকিক ইস্টিমার, ৫৬ হাজার বর্গমাইল, সবকিছু ভেঙে পড়ে, রাজনীতিবিদগণ, একটি খুনের স্বপ্ন, পাক সার জমিন সাদ বাদ, রাষ্ট্র ও সমাজচিন্তা, নারী (নিষিদ্ধ ১৯৯৫), প্রতিক্রিয়াশীলতার দীর্ঘ ছায়ার নিচে, আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম, বাঙলা ভাষার শত্রুমিত্র, ফুলের গন্ধে ঘুম আসে না প্রভৃতি।

 

সর্বশেষ খবর