মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
অটোরিকশা ও চার্জার রিকশা

৩০ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন শেষ করতে হবে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীতে চলাচলকারী সব অটোরিকশা ও চার্জার রিকশার রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন জমা দিতে হবে। ১ সেপ্টেম্বরের পর থেকে আবেদনবিহীন এবং ১ অক্টোবরের পর থেকে রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা ও চার্জার রিকশা জব্দ করা হবে। গতকাল বিকালে নগর ভবনের মিনি কনফারেন্স কক্ষে অটোরিকশা ও চার্জার রিকশা নিয়ন্ত্রণবিষয়ক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ৩১ আগস্টের মধ্যে সব অটোরিকশা ও চার্জার রিকশার আবেদন অনলাইনে জমা দিতে হবে। সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ড এবং নগর ভবনের বুথে আবেদন করা যাবে। আবেদনের ১০ দিনের মধ্যেই নির্র্ধারিত ফি জমা দিতে হবে। সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কাউন্সিলর নিযাম উল আযিম ও নজরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর