বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

আদালতে তৃতীয় শ্রেণির সেই অন্তঃসত্ত্বা ছাত্রীর জবানবন্দি

রংপুর প্রতিনিধি

রংপুর মহানগরীর নজিরেরহাটের তৃতীয় শ্রেণির ছাত্রী ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা (১২) আদালতের বিচারকের কাছে জবানবন্দি দিয়েছে। বুধবার বিকেলে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এর বিচারক স্নিগ্ধা রানী চক্রবর্তী তার জবানবন্দি গ্রহণ করেন। রংপুর কোর্টের জিআরও আবুল কালাম জানান, চাঞ্চল্যকর এ ঘটনার মামলার বাদী হাজিরহাট থানার এসআই ফেরদৌস আলম বিকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ শিশুটিকে আনেন। আদালতের বিচারক ¯িœগ্ধা রানী চক্রবর্তী নারী-শিশু ১১ ধারায় তার জবানবন্দি গ্রহণ করেন।

হাজিরহাট থানার এসআই ফেরদৌস আলম জানান, যার বিরুদ্ধে ধর্ষণের প্রাথমিক অভিযোগ তিনি মারা গেছেন। বলা হচ্ছে তিনি বিষক্রিয়ায় মারা গেছেন। তবে তার মৃত্যুটা স্বাভাবিক নাকি বিষক্রিয়ায় হয়েছে সে বিষয়টি আমরা তদন্ত শুরু করেছি। হাসপাতালের কাগজপত্র নেওয়ার চেষ্টা করছি। তবে এলাকাবাসী ও পুলিশের বিভিন্ন সূত্রের ধারণা, ধর্ষণের ঘটনার সঙ্গে তোফাজ্জল নাকি অন্য কেউ আছে তা খতিয়ে দেখছেন তারা। কারণ তোফাজ্জলের বিষপানে মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। তার বাড়ির লোকজনও সেভাবে কথা বলছে না। পুলিশ সূত্রের ধারণা একটি সংঘবদ্ধ চক্র তোফাজ্জলের মৃত্যুর বিষয়টির মাধ্যমে ধর্ষণের বিষয়টি আড়াল করার চেষ্টা করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর