শিরোনাম
রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসায় উরুগুয়ের মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়ে উরুগুয়ে সফররত বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি দেশটির পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী রোডালফো নিন  নোভোয়ার সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী  রোডালফো নিন নোভোয়ার সাম্প্রতিককালে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্যসহ অন্যান্য বিষয়ে সম্পর্ক জোরদারের ইচ্ছা প্রকাশ করেন। বাংলাদেশের প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়টি মারকোসারের আগামী শীর্ষ সম্মেলনে আলোচনার জন্য উপস্থাপনের ঘোষণা দেন। বাণিজ্য মন্ত্রণালয় গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দ্বিপক্ষীয় এই বৈঠকটি অনুষ্ঠিত হয় ২৩ আগস্ট দেশটির রাজধানী মন্টিভিডিওতে। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এ সফরের ফলে দুই দেশের ব্যবসায়ী পর্যায়ে সফর বিনিময়, কৃষি, মৎস্য ও পশুপালন খাতে সহায়তা প্রদান ও সাংস্কৃতিক দলের সফর শুরু হবে বলে আশা করা হচ্ছে। উরুগুয়ে সফরের জন্য ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করা এবং কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা অব্যাহতির বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এরপর অর্থমন্ত্রী ডানিলো আস্টোরির সঙ্গেও বৈঠক করেন টিপু মুন্শি। ওই বৈঠকে বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ থেকে অধিক পরিমাণে  তৈরি পোশাক, ওষুধ, পাট, জুতা, প্লাস্টিকসামগ্রী আমদানির জন্য উরুগুয়েকে অনুরোধ জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর