সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
উপেক্ষিত চসিকের গণবিজ্ঞপ্তি

বন্ধ হয়নি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে তামাকজাত দ্রব্য বিক্রি

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগরের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাকজাত দ্রব্যের বিক্রয় নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে গত ৩ ও ৪ সেপ্টেম্বর স্থানীয় এবং জাতীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি মতে ১০ সেপ্টেম্বরের মধ্যে বিদ্যমান তামাকের সব দোকান অপসারণ করার কথা। কিন্তু এখনো এ নির্দেশ মানা হচ্ছে না।

চসিক, বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা), ক্যাব ও ইলমা ‘তামাকমুক্ত চট্টগ্রাম নগর’ গড়তে যৌথভাবে কাজ করছে। এর অংশ হিসেবে নগরের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাকজাত দ্রব্যের বিক্রয় নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে চসিক ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার কথা থাকলে এখনো তা হয়নি। ফলে অতীতের মতোই যত্রতত্র তামাকজাত পণ্য বিক্রয় হতে দেখা যায়।      চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধে গণবিজ্ঞপ্তির বিষয়টি আমাদের বিবেচনায় আছে। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি যখন যেখানে যাচ্ছেন, প্রয়োজনীয় আইন বাস্তবায়ন করছেন।’ বিটার প্রকল্প সমন্বয়ক প্রদীপ আচার্য্য বলেন, ‘গণবিজ্ঞপ্তি প্রকাশের পর নির্দিষ্ট সময় পার হলেও কোনো অভিযান পরিচালনা করা হয়নি। আমরা চাই, চসিক এ ব্যাপারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে গণবিজ্ঞপ্তি কার্যকর করবে।’   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর