শিরোনাম
শনিবার, ৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

সিলেটে শেষ হলো রবীন্দ্র স্মরণোৎসব

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বাঙালির দ্রোহে, নান্দনিক উচ্ছ্বাসে রবীন্দ্রনাথ অপরিহার্য মানব। শ্রীহট্ট তথা সিলেটের সঙ্গে রবীন্দ্রনাথ ও জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সম্পর্কের গভীরতা অতলস্পর্শী। শতবর্ষ পূর্বে বিশ্বকবি এসেছিলেন শ্রীভূমে। শতাব্দীর কালপটে দাঁড়িয়ে তাই আয়োজন করা হয়েছিল ‘সিলেটে রবীন্দ্রনাথ : শতবর্ষ স্মরণোৎসব’। গত ১ নভেম্বর থেকেই এই স্মরণোৎসব চলছিল সিলেটে। তবে মূলপর্ব শুরু হয় গত বৃহস্পতিবার। রবীন্দ্রনাথকে মন ও মননে ধারণের আবাহনে গতকাল রাতে শেষ হয়েছে এই স্মরণোৎসব। গতকাল বিকাল ৪টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় রবীন্দ্র স্মরণোৎসবের শেষ দিনের অনুষ্ঠানমালা। রবীন্দ্র স্মরণোৎসব পর্ষদের আহ্বায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সিলেটের সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিলেটে প্রায় তিন বছর আগে বেঙ্গল উৎসব হয়েছিল। এবার রবীন্দ্রনাথ স্মরণোৎসব হলো, যা সিলেটের সর্ববৃহৎ উৎসব। সিলেট সবসময়ই আলাদা। শতবর্ষ পূর্বে রবীন্দ্রনাথ যখন সিলেটে আসেন, তখন তাকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই স্বাগত জানায়। শতবর্ষ পরে হিন্দু, মুসলিম সবাই একাত্ম হয়ে রবীন্দ্র স্মরণোৎসবকে সফল করেছেন।’ সিলেটের সম্প্রীতির কথা বলতে গিয়ে মন্ত্রী কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর